বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Calcutta High Court life imprisonment: নবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ২ আসামির মৃত্যুদণ্ড রদ, আমৃত্যু কারাবাস দিল আদালত

Calcutta High Court life imprisonment: নবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ২ আসামির মৃত্যুদণ্ড রদ, আমৃত্যু কারাবাস দিল আদালত

কলকাতা হাইকোর্ট।

দুজনেই উচ্চ আদালতের দ্বারস্থ হন। দুই আসামির নাম হল গৌরব মণ্ডল এবং কৌশিক মালিক। এদিন মামলার রায় দিতে গিয়ে পর্যবেক্ষণে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানায়, ‘তারা যে অপরাধ করেছেন সেই কথা মাথায় রেখে তাদের জীবনের শেষ পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করাই উপযুক্ত শাস্তি হবে।’

নাবালিকা মেয়েকে অপহরণ, ধর্ষণ এবং হত্যার মামলায় দোষী সাব্যস্ত দুই আসামির মৃত্যুদণ্ড রদ করল কলকাতা হাইকোর্ট। তার পরিবর্তে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এর ফলে মৃত্যু পর্যন্ত তাদের জেলে থাকতে হবে। উল্লেখ্য, হুগলি জেলার বলাগড়ে বছর খানেক আগে ওই নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ ও পরে খুনের অভিযোগ ওঠে। সেই মামলায় তাদের তাদের আমৃত্যু কারাবাস দিয়েছে আদালত।

২০২০ সালের জানুয়ারি মাসে নিম্ন আদালত ওই দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছিল। এরপরে দুজনেই উচ্চ আদালতের দ্বারস্থ হন। দুই আসামির নাম হল গৌরব মণ্ডল এবং কৌশিক মালিক। এদিন মামলার রায় দিতে গিয়ে পর্যবেক্ষণে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানায়, ‘তারা যে অপরাধ করেছেন সেই কথা মাথায় রেখে তাদের জীবনের শেষ পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করাই উপযুক্ত শাস্তি হবে।’

উল্লেখ্য, নৃশংস এই ঘটনাটি ঘটেছিল ২০১৪ সালের ১২ ডিসেম্বর। ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী টিউশন পড়তে যাওয়ার সময় ৩ জন মিলে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে ধর্ষণ ও খুন করে। শুধু তাই নয়, খুনের আগে দোষীরা ওই নাবালিকার পরিবারের কাছ থেকে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছিল। তবে আর্থিক অবস্থার কারণে সেই টাকা দিয়ে পারেনি নাবালিকার বাবা মা। পরে নাবালিকার বাবা মা থানায় অভিযোগ জানান। সেই অভিযোগ পেয়ে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে ৩ জনকে গ্রেফতার করে। যার মধ্যে একজন ছিল কিশোর। তারা নাবালিকাকে অপহরণ করার কথা স্বীকার করে।

 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন