বিবিধতার প্রতি সহিষ্ণুতার বার্তা দিতে ম্যারাথনের মতো দৌড়ের আয়োজন করল IIM কলকাতা। গত শনিবার এই দৌড়ে অংশগ্রহণ করেন প্রায় ৬৫০ জন প্রতিযোগী। ২.৫ কিলোমিটার, ৫ কিলোমিটার ও ১০ কিলোমিটার দৌড়ের আয়োজন করেছিলেন IIM-এর ছাত্ররা।
কেন্দ্রীয় সরকারের ‘ফিট ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে IIM কলকাতায় আয়োজিত হল দৌড় প্রতিযোগিতা। ক্যাম্পাসের মধ্যেই এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন পড়ুয়ারা। নাম ‘সেভেন লেকস রান’।
দৌড়ের সূচনা করেন প্রতিষ্ঠানের নির্দেশক অঞ্জু শেঠ। সঙ্গে ছিলেন ডিন (অ্যাকাডেমিক) বোধিব্রত নাগ। প্রায় ৬৭০ জন প্রতিযোগী বিভিন্ন বিভাগে দৌড়ে অংশগ্রহণ করেন। আট থেকে আশি সবাই ছিলেন প্রতিযোগীদের মধ্যে। ছিলেন নানা পেশার মানুষেরা।
৩৬ মিনিট ২৫ সেকেন্ডে ১০ কিলোমিটার দৌড় জেতেন অবিনাশ বিশ্বাস। মহিলাদের ১০ কিলোমিটার জেতেন ক্যাথারিনা প্রিয়েটিল।
IIM কলকাতার তরফে জানানো হয়েছে, ভানু কুমার পালিয়াল ও হুনর গান্ধী নামে ২ জন পড়ুয়া এই প্রতিযোগিতার মূল পরিকল্পনা করেছেন। তাঁদের সহযোগিতা করেছেন ২০ জন পড়ুয়ার একটি দল।