মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে আপাতত ধরনা চালিয়ে যেতে পারবেন ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা। আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট এমনটাই নির্দেশ দিয়েছে। আপাতত ৪০ দিনের জন্য প্রার্থীদের ধরনায় বসার অনুমতি দিয়েছে হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়ে দিয়েছেন, আপাতত আন্দোলন চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আপত্তি নেই।
চাকরির দাবিতে অনড় আন্দোলনকারীরা। নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা। এরই মধ্যে আরও ৫০ জন প্রার্থী নতুন করে ধরনায় বসার জন্য কলকাতা হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছিলেন। এর আগে ওই ৫০ জন প্রার্থীকে ধরনায় বসার সময়সীমা বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে তাদের ধরনার অনুমতি দেয়নি পুলিশ। এরপরে হাইকোর্টে আবেদন জানালে পাঁচ দিনের জন্য তাদের ধরনায় বসার অনুমতি দিয়েছিল আদালত। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আরও ৫ দিন ধরনায় বসার অনুমতি দিয়েছিল হাইকোর্ট। এরপর নতুন করে অনুমতি চেয়ে আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন প্রার্থীরা। এদিন আদালত জানিয়ে দিয়েছে, প্রার্থীরা আরও ৪০ দিন ধরনা চালিয়ে যেতে পারবেন। তবে সেক্ষেত্রে আগের মতোই কিছু শর্ত থাকছে।
উল্লেখ্য, বুধবার মধ্যরাত পর্যন্ত টেট প্রার্থীদের বিক্ষোভ চলে। বুধবার রাতে ৩০জন প্রার্থীকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু হয়। এদিন ৩০ জনকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে তারা জানিয়ে দিয়েছেন, কোনওভাবেই তাঁরা আন্দোলন থামাবেন না। চাকরি না পাওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।