ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বলে ভুয়ো মামলা করে আদালতের জরিমানার মুখে পড়লেন এক ব্যক্তি। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য তাঁকে এই জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন বিচারপতি।
আরও পড়ুন - বিহারে প্রশ্নফাঁসে বাংলা থেকে গ্রেফতার ৩, যোগ থাকতে পারে নিট দুর্নীতিরও
পড়তে থাকুন - মনে রাখতে হবে পৃথিবীটা গোল, শপথ জটিলতা নিয়ে বিমানকেই দুষলেন শুভেন্দু
ভোট পরবর্তী হিংসায় তিনি শাসকদলের অত্যাচারে ঘরছাড়া বলে দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই ব্যক্তি। বেশ কয়েকদিন মামলাটির শুনানি হয়েছে আদালতে। সরকারি আইনজীবী আদালতকে জানান, ওই ব্যক্তি প্রতিবেশীর সঙ্গে বিবাদকে ভোট পরবর্তী হিংসা বলে চালানোর চেষ্টা করছেন। এমনকী তাঁকে কেউ ঘরছাড়া করেনি। তিনি নিজের বাড়িতেই পরিবার নিয়ে বহাল তবিয়তে রয়েছেন। নিজেদের বক্তব্যের সমর্থনে আদালতে প্রমাণও পেশ করে সরকার।
বেগতিক বুঝে মামলা প্রত্যাহার করে নিতে চান ওই ব্যক্তি। কিন্তু ক্ষুব্ধ বিচারপতি সিনহা বলেন, মিথ্যা অভিযোগ দায়ের করায় শুধু শুধু মামলা প্রত্যাহার করা যাবে না। ১০ হাজার টাকা জরিমানা দিয়ে মামলা প্রত্যাহার করতে হবে। টাকা জমা দিতে হবে হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে। সেই টাকা হাইকোর্টের মূল ভবনে মহিলাদের শৌচাগারের মানোন্নয়নে ব্যবহার করতে হবে। কাজ শেষে হলে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে আদালতে।
আরও পড়ুন - সোশ্যাল মিডিয়া নিয়ে সতর্ক করেছিলে, সেই স্কুলের প্রধান শিক্ষিকার কাছেই এল ছাত্রীদের নগ্ন ছবি
রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে দায়ের হয়েছে একের পর এক মামলা। প্রায় ২০০টি মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। যদিও তৃণমূলের দাবি, পারিবারিক বা অন্যান্য বিবাদকে রাজনৈতিক রং দিতে ভোট পরবর্তী হিংসার অভিযোগ করা হচ্ছে। সেই দাবি যে পুরোপুরি মিথ্যা নয় তা প্রমাণিত হল আদালতে।