রাজ্যে তৃণমূল সরকারের জমানায় জারি সমস্ত OBC শংসাপত্র বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, ওই শংসাপত্রগুলি নিয়ম মেনে বানানো হয়নি। এর ফলে প্রায় ৫ লক্ষ OBC শংসাপত্র বাতিল হল বলে মনে করা হচ্ছে। যার একটা বড় অংশ মুসলিম সম্প্রদায়ের।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর উদ্বেগ প্রকাশের ২৪ ঘণ্টা পরেও রামকৃষ্ণ মিশনে হামলা নিয়ে কিছু জানেনই না মমতা
পড়তে থাকুন: রাবণের রাজত্বে সাধুদের ওপর তো হামলা হবেই: সুকান্ত মজুমদার
বুধবার এক নির্দেশে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে, কোনও নিয়ম না মেনেই ২০১১ সাল থেকে দেদার ওবিসি শংসাপত্র জারি করেছে। এভাবে OBC শংসাপত্র দেওয়া অসাংবিধানিক। ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের কোনও পরামর্শ না মেনে এই শংসাপত্র জারি করা হয়েছে। তাই ওই সমস্ত শংসাপত্র বাতিল করা হল। চাকরিতে বা অন্য কোনও জায়গায় ওই শংসাপত্র আর গ্রাহ্য হবে না। তবে এই সময়ের মধ্যে জারি শংসাপত্রের মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকবে বলে জানিয়েছে আদালত।
আরও পড়ুন: যখন তখন হামলা হতে পারে, আশ্রম ও স্কুলে কেন্দ্রীয় নিরাপত্তা চাইলেন কার্তিক মহারাজ
ক্ষমতায় আসার পর থেকেই প্রায় সমস্ত মুসলিমকে OBCর আওতায় নিয়ে এসেছেন বলে বার বার দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের প্রচারেও বার বার একথা বলতে শোনা গিয়েছে তাঁকে। তবে ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে পদ্ধতিতে OBC শংসাপত্র জারি করেছে তা অবৈধ বলে এদিন স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
আদালত জানিয়েছে, ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন আইন ১৯৯৩ অনুসারে ওবিসিদের তালিকা তৈরি করতে হবে। ২০১০ সালের আগে পর্যন্ত যারা OBC সম্প্রদায়ভুক্ত ছিলেন শুধুমাত্র তাদেরই তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে। তার পর সেই তালিকা পাশ করাতে হবে বিধানসভায়।