নামের বানান না মেলায় কলকাতা হাইকোর্টের পাঠানো আদালত অবমাননার নোটিশ গ্রহণ না করায় গ্রেফতারি পরোয়ানা জারি হল রাজ্যে সরকারের এক প্রধান সচিবের বিরুদ্ধে। শুক্রবার প্রাণীসম্পদ বিকাশ দফতরের প্রধান সচিব বিবেক কুমারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা।
আরও পড়ুন: লোডশেডিং করিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল, আমি আজ না হোক কাল এর বদলা তো নেবই: মমতা
পড়তে থাকুন: যে যত ব্যক্তি আক্রমণ করতে পারবে সে তত বড় তৃণমূল নেতা, কল্যাণকে কটাক্ষ মিঠুনের
আদালতের একের পর এক নির্দেশ অবমাননা করায় প্রাণীসম্পদ বিকাশ দফতরের সচিব বিবেক কুমারকে আদালতে তলব করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। শুক্রবার সেই মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী আদালতে বলেন, বিবেক সহায় নিজের নামের বানান ‘V’ দিয়ে লেখান, কিন্তু যে নোটিশ পাঠানো হয়েছে তাতে তাঁর নামের বানান রয়েছে ‘B’ দিয়ে। এর পর রাজ্যের আইনজীবী আদালতে দাবি করেন, ‘বিবেক’ উচ্চারণটি আসে ঠোঁট থেকে, কিন্তু ‘ভিভেক’ উচ্চারণটি আসে হৃদয় থেকে।
রাজ্যের আইনজীবীর এহেন ছেঁদো যুক্তিতে অত্যন্ত ক্ষুব্ধ হন বিচারপতি মান্থা। তিনি বলেন, আদালতের নোটিশ গ্রহণ না করে বিবেক সহায় প্রমাণ করেছেন তিনি ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননা করে চলেছে। একজন পদস্থ আমলার কাছ থেকে এই আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়। আমি তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলাম। এবার দেখি কোন উচ্চারণটা ঠোঁট থেকে বেরোয় আর কোনটা হৃদয় থেকে।
বিচারক বিধাননগর কমিশনারেটের পুলিশকে নির্দেশ দিয়েছেন, সোমবার সকাল সাড়ে ১০টার মধ্যে বিবেক কুমারকে পাকড়াও করে এজলাসে হাজির করতে হবে। তবে অভিযুক্ত আমলা শুক্রবার বেলা ২টোর মধ্যে স্বতঃপ্রণোদিতভাবে আদালতে হাজির হলে সেই নির্দেশ কার্যকর করতে হবে না বলে জানান তিনি।
পড়তে থাকুন: হাইকোর্টে আরেকটা চড় খেল মমতার পুলিশ, সন্দেশখালির BJP নেত্রী মাম্পি দাসকে পত্রপাঠ জামিন দিল আদালত
আদালতের এই কড়া নির্দেশে হতবাক আইনজীবীদের একাংশ। রাজ্য সরকারের একটি দফতরের প্রধান সচিবের বিরুদ্ধে আদালত হঠাৎ গ্রেফতারি পরোয়ানা জারি করে দেবে একথা ভাবতে পারেননি অনেকেই। তবে উলটো মতও রয়েছে। আইনজীবীদের একটি অংশ বলছেন, যে ভাবে রাজ্য সরকারের আমলারা আদালতের একের পর এক নির্দেশ নিয়ে পরিহাস করে চলেছেন তাতেই কড়া পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন বিচারপতি। এই নির্দেশ দিয়ে বিচারপতি মান্থা বার্তা দিতে চেয়েছেন আইনের উর্ধে কেউ নয়।