বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > RG Kar Doctor Murder: কিছুদিন পরেই বিয়ে! বন্ধুর সঙ্গে শেষবার ফোনে কথা আরজিকরের ওই তরুণী চিকিৎসকের, কী বলেছিলেন?

RG Kar Doctor Murder: কিছুদিন পরেই বিয়ে! বন্ধুর সঙ্গে শেষবার ফোনে কথা আরজিকরের ওই তরুণী চিকিৎসকের, কী বলেছিলেন?

আরজিকর কাণ্ডে বিক্ষোভে জুনিয়র ডাক্তাররা। (PTI Photo) (PTI)

হয় নভেম্বরে নয়তো সামনের বছরই বিয়ে হওয়ার কথা ছিল ওই চিকিৎসকের। সেই মতো করে পরিকল্পনাও নেওয়া হচ্ছিল। কিন্তু মাঝপথেই সব শেষ।

আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে।অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। তবে হাসপাতালের মধ্য়ে ঢুকে এক মহিলা চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনাকে ঘিরে নারীদের নিরাপত্তা বিরাট প্রশ্নচিহ্ণের সামনে এসেছে। 

এদিকে সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে হয় নভেম্বরে নয়তো সামনের বছরই বিয়ে হওয়ার কথা ছিল ওই চিকিৎসকের। সেই মতো করে পরিকল্পনাও নেওয়া হচ্ছিল। কিন্তু মাঝপথেই সব শেষ। 

এদিকে ওই প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, সেদিন শেষবার রাত দশটা নাগাদ তাঁর বন্ধ ফোন করেছিলেন ওই তরুণী চিকিৎসককে। তবে তিনি সেই সময় ব্যস্ত ছিলেন। সেই সময় ফোনে বিশেষ কথা হয়নি তাঁদের। ওই তরুণী চিকিৎসক কেবলমাত্র বলেছিলেন, ব্যস্ত রয়েছি। একটু পরে ফোন করছি। ব্যস ওইটুকুই। 

ওই বন্ধু সংবাদমাধ্যমে জানিয়েছেন তিনি রাত দশটায় ফোন করেছিলেন। আমাকে বলল, একটু ব্যস্ত আছি। পরে ফোন করছি। সাধারণত রাতে ফোন করেন। কিন্তু সেই রাতে আর করেমনি। …

এক চিকিৎসকের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল ওই তরুণী চিকিৎসকের। নতুন জীবনের স্বপ্নে মশগুল ছিলেন দুজনেই। কিন্তু মাঝপথেই সব শেষ। অনেক লড়াই করে মেয়েকে বড় করেছিলেন বাবা মা। অত্যন্ত মেধাবী ছাত্রী। তাঁর লড়াইটাও কম কিছু ছিল না। দিনের পর দিন, বছরের পর বছর ধরে তিনি নিজেকে তৈরি করেছেন। 

এদিকে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার কোচিং নেওয়ার সময় দমদমের একটি কোচিং সেন্টারে এক তরুণের সঙ্গে আলাপ হয়েছিল ওই তরুণীর। তারপর ধীরে ধীরে তাঁরা একে অপরকে ভালোবাসতে শুরু করেন। দুজনেই অত্যন্ত মেধাবী। ওই তরুণও একটা হাসপাতালে চিকিৎসক হিসাবে কর্মরত। কিন্তু সব তছনছ হয়ে গিয়েছে একটা ঘটনা। যাঁকে নিয়ে এতদিন ধরে স্বপ্নের বৃত্তটা তৈরি হয়েছিল তিনিই তো আর নেই। 

সব শেষ! আগামী নভেম্বর মাসেই বিয়ে হওয়ার ব্যাপারে প্রাথমিক পরিকল্পনা নেওয়া হচ্ছিল। সেই মতো প্রস্তুতিও চলছিল। প্রায় প্রতি রাতেই তাঁদের মধ্য়ে কথাবার্তা হত। সেই রাতেও তাঁদের মধ্যে শেষবার কথা হয়েছিল। কিন্তু সেটাই যে শেষ ফোন তা স্বপ্নেও কোনওদিন ভাবেননি তিনি। পরে আর কথা হয়নি। কয়েকবার হোয়াটস অ্যাপ করেছিলেন। কিন্তু উত্তর মেলেনি। ভেবেছিলেন হয়তো ডিউটির চাপ রয়েছে। ব্যস্ত রয়েছে। কিন্তু আর কোনওদিন ওই নম্বরে ফোন করলে ধরবে না কেউ। 

বাংলার মুখ খবর

Latest News

গায়ে উর্দি, মাথায় জোকারের টুপি, TMC নেতার জন্মদিনের পার্টিতে হাজির পুলিশ কর্মী শুক্রর তুলায় প্রবেশ, ৫ রাশির জীবনে বাড়বে প্রেম, দেখুন সাপ্তাহিক প্রেম রাশিফল আগামী সপ্তাহে আরও একটা নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে পণ্ড হতে পারে পুজোর প্রস্তুতি আরজি কর নিয়ে প্রতিবাদ এবার ইন্ডিয়াজ বেস্ট ডান্সারের মঞ্চে, মন্ত্রমুগ্ধ বিচারকার ভয় পেয়েছে বলে নির্লজ্জশ্রী আমাদের ট্যাক্সের টাকায় ২১টা আইনজীবী পুষছে: অপূর্ব দিল্লিতে ট্রাক চালকের সঙ্গে মারামারি করেছিলেন গৌতম গম্ভীর- আকাশ চোপড়ার বড় দাবি ছুটি কাটাতে কিমকে নিমন্ত্রণ, নজরে পাকিস্তান, ট্রাম্পকে ‘মারতে চাওয়া’ রায়ান কে? ভাদ্রপদ পূর্ণিমাকে কেন বিশেষ মানা হয়? জেনে নিন এই দিন স্নান দান পুজোর শুভ সময় বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা, পুজোর মুখে পর পর ৮টি মূর্তি ভাঙচুর বছরে আয় ১০ কোটি! ভারতে ক্রিকেট ধারাভাষ্যকারদের বেতন নিয়ে মুখ খুললেন আকাশ চোপড়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.