বাংলাদেশে বেলাগাম হিন্দু বিরোধী সন্ত্রাসের প্রতিবাদে কলকাতার রাজপথে হল মিছিল। বৃহস্পতিবার শিয়ালদা থেকে পার্ক সার্কাসে বাংলাদেশ উপদূতাবাস পর্যন্ত মিছিল করে হিন্দু জাগরণ মঞ্চসহ বেশ কয়েকটি হিন্দু সংগঠন। বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধ করার দাবি জানিয়ে ডেপুটি হাইকমিশনারকে স্মারকলিপি দেয় তারা।
স্মরণে বুদ্ধদেব - ‘শোনার পর আমি উঠে দাঁড়াতে পারছিলাম না’ বুদ্ধদেবের মৃত্যুতে শোকাহত বন্ধু বিমান
স্মরণে বুদ্ধদেব - জ্বরে ভুগছিলেন, ভাবিনি এত দ্রুত পরিস্থিতির অবনতি হবে, বললেন বুদ্ধদেবের চিকিৎসক
গত সোমবার বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই সেদেশে হিন্দুদের ওপর বেলাগাম সন্ত্রাস শুরু হয়েছে। হিন্দুদের ঘর – বাড়ি, দোকান, মন্দির ভাঙচুর করে জ্বালিয়ে দিচ্ছে ইসলামি চরমপন্থীরা। গোটা বাংলাদেশ থেকে প্রতিদিনই আসছে হিন্দু বিরোধী সন্ত্রাসের খবর। পরিবার নিয়ে প্রাণ সংশয়ে ভুগছে সেদেশের লক্ষ লক্ষ হিন্দু। এমনকী হিন্দু শিল্পীরাও রেহাই পাচ্ছেন না। গায়ক রাহুল আনন্দের বাড়ি জ্বালিয়ে দিয়েছে দুষ্কৃতীরা।
অরাজকতার বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার দাবিতে কলকাতায় সরব হল হিন্দু জাগরণ মঞ্চসহ বেশ কয়েকটি সংগঠন। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার কলকাতার শিয়ালদা থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করেন হিন্দু জাগরণ মঞ্চের সমর্থকরা। পতাকা ব্যানার নিয়ে বাংলাদেশে হিন্দু নিপীড়ন ও তা নিয়ে পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের নিরবতার প্রতিবাদে স্লোগান ওঠে মিছিল থেকে।
মিছিল বাংলাদেশ উপ দূতাবাসের সামনে পৌঁছলে বাধা দেয় পুলিশ। এর জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। অবশেষে ৪ জনের একটি প্রতিনিধি দল উপ দূতাবাসের ভিতরে ঢুকে স্মারকলিপি জমা দেয়।
স্মরণে বুদ্ধদেব - 'কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের…' বুদ্ধদেবের স্বপ্নভঙ্গ! আজ কী বলছে সিঙ্গুর?
আন্দোলনকারীদের দাবি, বাংলাদেশে সংখ্যালঘুর হিন্দুরা বার বার হামলার শিকার হলেও সেদেশের সরকার দোষীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করে না। আন্তর্জাতিক মহলও এব্যাপারে বাংলাদেশের ওপর খুব বেশি চাপ দেয় না। যার ফলে বার বার হামলার মুখে পড়ে হিন্দুরা।