সদ্য সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে প্রায় আড়াই মাসেরও বেশি সময় ধরে জারি ছিল আদর্শ আচরণ বিধি। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্য পুলিশ এবং প্রশাসনিকের একাধিক পদে রদ বদল করেছিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সেই নির্বাচনী বিধি উঠে গিয়েছে। এমন অবস্থায় বদলি হওয়া সেই সমস্ত পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের পুরনো পদে ফেরাতে তৎপর হয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন: ভোট ঘোষণা হতেই রাজ্য পুলিশের DG রাজীব কুমারকে সরিয়ে দিলেন নির্বাচন কমশন
জানা গিয়েছে, আগামী ১১ জুন মঙ্গলবার নবান্নের সভাঘরে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে সমস্ত দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি, সচিব, বিভাগীয় প্রধান, জেলা শাসক এবং পুলিশ সুপারের ডেকে পাঠানো হয়েছে। মনে করা হচ্ছে, সেই বৈঠকে অনেক অফিসার যেমন ভোটের কাজের জন্য মুখ্যমন্ত্রীর প্রশংসা পেতে করেন তেমনি আবার অনেকের কপালে জুটতে পারে বকুনি। যদিও কী হবে তা ওই দিনের বৈঠকেই বোঝা যাবে। তবে মনে করা হচ্ছে, এই বৈঠকে আমলা এবং আইপিএস অফিসারদের পুরনো পদে ফেরানোর বিষয়ে আলোচনা হতে পারে।
নবান্ন সূত্রে খবর, এই সমস্ত আমলা, পুলিশ আধিকারিকদের পুরনো পদে ফেরাতে কয়েকদিনের মধ্যেই বিজ্ঞপ্তি করতে জারি করতে পারে রাজ্য সরকার। এদিকে, বৃহস্পতিবার দুপুরেও নবান্নে গিয়ে রাজ্যের মুখ্য সচিব বি পি গোপালিকা, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে রাজ্য পুলিশের ডিজি পদে আবার রাজীব কুমারকে ফেরাতে পারে রাজ্য সরকার।
উল্লেখ্য, নির্বাচনী পর্বে রাজীব কুমারকে ডিজির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তাঁর জায়গায় রাজ্য পুলিশের ডিজি করা হয়েছিল সঞ্জয় মুখোপাধ্যায়কে। এর পাশাপাশি চার জেলার জেলা শাসককেউ বদলি করা হয়েছিল। যার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বীরভূম। এছাড়াও একাধিক জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছিল। যার মধ্যে রয়েছেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া প্রভৃতি জেলার পুলিশ সুপার।
এই সমস্ত আমলা এবং আইপিএসদের নির্বাচনের কাজ থেকেও দূরে রাখা হয়েছিল। তবে ভোট মিটতেই এখন তাদের পুরনো জায়গায় ফিরিয়ে আনা হতে পারে বলে জানা গিয়েছে। অর্থাৎ ভোটের আগে যারা যে পদে ছিলেন সেই পদেই তাঁদের ফেরানো হতে পারে। অতীতে দেখা গিয়েছে, নির্বাচন ভোট চলাকালীন পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের বদলি করা হয়েছে। আর ভোট মিটতেই আধিকারিকদের পুরনো পদে ফেরানো হয়েছে। তাই এবারও তেমনই হতে চলেছে।