বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Bratya Basu on Education Policy: ‘সত্যের অপলাপ!’ জাতীয় শিক্ষা নীতি মেনে নেয়নি রাজ্য, বিস্তারিত ব্যাখ্যা ব্রাত্যের

Bratya Basu on Education Policy: ‘সত্যের অপলাপ!’ জাতীয় শিক্ষা নীতি মেনে নেয়নি রাজ্য, বিস্তারিত ব্যাখ্যা ব্রাত্যের

ব্রাত্য বসু। ছবি: পিটিআই

'গত বাম সরকারের আমলে ক্লাস ওয়ান থেকে ইংরেজি তুলে দেওয়া বা ব্রিজ কোর্স চালু করার মতো বা তার থেকেও বেশি ছাত্র-বিরোধী সিদ্ধান্ত নেওয়া হত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যের আপামর ছাত্রছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত চালু করতে বলেছেন।'

তিন বছরের বদলে চার বছরের স্নাতক পাঠকক্রম চালু করার কথা জানিয়েছে উচ্চশিক্ষা দফতর। জাতীয় শিক্ষা নীতি মেনে এই পাঠক্রম করা হয়েছে বলে সংবাদমাধ্যমে খবরও হয়। কিন্তু শিক্ষামন্ত্রী বাত্য বসু টুইট করে জানিয়ে দিয়েছেন, রাজ্য সরকারের সিদ্ধান্তের ভুল ব্যাখ্যা হচ্ছে। তিনি বিভ্রান্তি কাটাতে একটি টুইটও করেছেন।

টুইটে শিক্ষামন্ত্রী লিখেছেন,'রাজ্য সরকার ন্যাশনাল এডুকেশন পলিসি মেনে নিয়েছে, এটিকে সত্যের অপলাপ বললে কম বলা হবে। রাজ্য সরকার একটি সম্পূর্ণ পৃথক স্টেট এডুকেশন পলিসি তৈরি করেছে, যেখানে সমস্ত ‘বেস্ট প্র্যাকটিসেস’ বা ভাল ব্যবস্থাগুলিকে নেওয়া হয়েছে। এই রাজ্য শিক্ষানীতি দ্রুত আপলোড হবে।'

তিনি আরও লিখেছেন,'এই ৪ বছরের ডিগ্রি কোর্স চালু না করা হলে এ রাজ্যের প্রায় ৭ লক্ষ ছাত্রছাত্রী সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতায় অংশই নিতে পারতেন না। এ ক্ষেত্রে তাদের বাইরের রাজ্যে গিয়ে পড়ার প্রবণতা বেড়ে যেত। যারা আর্থিক ভাবে অস্বচ্ছল, তারা বিপদে পড়ত। এই সমস্ত কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' 

এ প্রসঙ্গে তিনি বামেদের কটাক্ষ করে লেখেন,'তিন বছরের ডিগ্রি কোর্স রেখে দিলে বিগত বাম সরকারের ক্লাস ওয়ান থেকে ইংরেজি তুলে দেওয়া বা ব্রিজ কোর্স চালু করার মতো বা তার থেকেও বেশি ছাত্র-বিরোধী সিদ্ধান্ত নেওয়া হত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যের আপামর ছাত্রছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত চালু করতে বলেছেন।'

জাতীয় শিক্ষানীতির কোন জিনিস নেওয়া হয়নি তারও উল্লেখ করে তিনি লিখেছেন, 'জাতীয় শিক্ষানীতির বিভিন্ন জিনিস, যেমন বিদ্যালয়ে ৫+৩+৩+৪ শ্রেণি চালু করা বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির কেন্দ্রীকরণের মতো নীতির বিরোধিতা আমরা করছি এবং আমাদের রাজ্য শিক্ষানীতিতে গ্রহণ করিনি।'

 

বন্ধ করুন