আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। মঙ্গলবার তাঁকে ফের আদালতে পেশ করবেন তদন্তকারীরা। তবে এখানেই দুর্যোগ থামছে না সন্দীপের ভাগ্যাকাশে। এবার তাঁর রেজিস্ট্রেশন বাতিলের প্রক্রিয়া শুরু করল রাজ্য মেডিক্যাল কাউন্সিলর। গত ৭ সেপ্টেম্বর সন্দীপ ঘোষকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল কাউন্সিলের তরফে। তার পরই তাঁর রেজিস্ট্রেশন বাতিল করতে চলেছে তারা। রেজিস্ট্রেশন বাতিল হলে আর কারও চিকিৎসা করতে পারবেন না সন্দীপ।
আরও পড়ুন - জামিন পেয়ে এলাকায় ফিরতেই বহিষ্কৃত নেতাকে মালা পরিয়ে উৎসবে মাতলেন TMC কর্মীরা
পড়তে থাকুন - ভারতে এসে ফেসবুকে ভারত ভাগের হুমকি, ঘাড় ধরে বাংলাদেশিকে ফেরত পাঠাল মোদী সরকার
আরজি করে দুর্নীতির অভিযোগে গ্রেফতারির পর গত ৭ সেপ্টেম্বর সন্দীপ ঘোষকে শো - কজ নোটিশ পাঠিয়েছিল মেডিক্যাল কাউন্সিল। ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল তাঁকে। চিঠি পৌঁছেছিল সন্দীপের বেলেঘাটার বড়িতে। জবাব সন্তোষজনক না হলে তাঁর রেজিস্ট্রেশন বাতিল করা হবে বলে জানানো হয়েছিল চিঠিতে।
এর মধ্যে শনিবার জেলবন্দি সন্দীপকে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের মামলায় গ্রেফতার করে সিবিআই। তার পর থেকে সিবিআই হেফাজতে রয়েছেন তিনি। ৭২ ঘণ্টা শেষ হলেও সন্দীপের তরফে শো-কজের চিঠির কোনও জবাব আসেনি বলে রাজ্য মেডিক্যাল কাউন্সিল সূত্রে জানা গিয়েছে। এর পরই কাউন্সিলের সদস্যদের বৈঠকে আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কী পদক্ষেপ হতে পারে তা নিয়ে আলোচনা হতে পারে। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা হতে পারে বলে সূত্রের খবর।
আরও পড়ুন - ‘হাততালি দিয়ে ডিস্কো ড্যান্স করে আন্দোলন হয় না’, কটাক্ষ তৃণমূল বিধায়কের
গ্রেফতারির পর থেকে চিকিৎসকদের একের পর এক সংগঠন সন্দীপ ঘোষের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেছে। সন্দীপকে বহিষ্কার করেছে ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন। সন্দীপ ঘোষের সদস্যপদ বাতিল করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।