বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Liquor Shop: আয় বৃদ্ধি, বিষমদ নিয়ন্ত্রণ, জোড়া লক্ষ্যে সব জেলায় সরকারি মদের দোকান খুলবে রাজ্য

Liquor Shop: আয় বৃদ্ধি, বিষমদ নিয়ন্ত্রণ, জোড়া লক্ষ্যে সব জেলায় সরকারি মদের দোকান খুলবে রাজ্য

রাজ্য বেভারেজ কর্পোরেশন ইতিমধ্যে টেন্ডার ডেকে ফ্রাঞ্চাইজি খুঁজছে। (টুইটার)

নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রথম দফায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কালিম্পিং জেলায় এই ধরনের দোকান খোলার জন্য সমীক্ষা করে স্থান নির্বাচন করা হয়েছে।

এ বার জেলার জেলায় ফ্রাঞ্চাইজির মাধ্যমে মদের দোকান খুলবে রাজ্য সরকার। মূলত দুটি লক্ষ্যে এই উদ্যোগ। প্রথমত, আয় বৃদ্ধি ও দ্বিতীয়ত বিষমদের নিয়ন্ত্রণ--এই দু'টি লক্ষ্যে মদের দোকান খোলার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে রাজ্য বেভারেজ কর্পোরেশন ইতিমধ্যে টেন্ডার ডেকে ফ্রাঞ্চাইজি খুঁজছে। সরকারি এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে বেভকো-রিটেল শপ।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রথম দফায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কালিম্পিং জেলায় এই ধরনের দোকান খোলার জন্য সমীক্ষা করে স্থান নির্বাচন করা হয়েছে। এই উদ্যোগের পিছনে অবগারী দফতরের যুক্তি, জেলাগুলিতে একটি মদের দোকান থেকে অন্যটির দূরত্ব বেশি হওয়ার কারণে বিষমদের বাড়বাড়ন্ত হয়। তাই একটি নির্দিষ্ট দূরত্বে মধ্যে ফ্রাঞ্চাচাইজি দিয়ে মদের দোকান খুলতে চাইছে রাজ্য এতে যেমন আয়ও হবে তেমনি বিষমদের থেকে মুখ ঘুরিয়ে সুরাপ্রেমীরা সরকারি মদের দোকানে আসবেন।

কী ধরনের মদ মিলবে এই দোকানগুলিতে?

নবান্ন সূত্রে জানা গিয়েছে, বাজারচলতি দোকানের মতো এই সরকারি মদের দোকানগুলিতে ভারচীয় মদ ও দেশে তৈরি বিদেশি মদ মিলবে।

ফ্রাঞ্চাইজি দেওয়ার নীতি

ঠিক হয়েছে, কর্পোরেশন এলাকার কোনও মদের দোকান থাকলে তার এক কিলোমিটারের মধ্যে ফ্রাঞ্চাইজি দেওয়া যাবে না। আবার পুরসভা এলাকার দু'কিলোমিটারের মধ্যে এবং গ্রাম পঞ্চায়েত এলাকায় তিন কিলোমিটারে মধ্যে মদের দোককান থাকলে ফ্রাঞ্চাইজি দেওয়া যাবে না।

আরও কিছু নিয়মকানুন

যাঁদের ইতিমধ্যেই মদের দোকান রয়েছে তারা ফ্রাঞ্চাইজি পাবেন না। একজন ব্যক্তি তিনটি এলাকার ফ্রাঞ্চাইজির জন্য আবেদন করতে পারবেন। এ সংক্রান্ত রাজ্য সরকারের সংস্থা। সবি-সহ পরিচয়পত্র দেবে এই উদ্দেশ্যে তৈরি সরকারি সংস্থা বেভকো। নূন্যতম ১০০ বর্গফুট দোকান বং ১০০ বর্গফউট গুদাম থাকতে হবে।

ফ্র্যাঞ্চাইজির জন্য এককালীন ফি

পঞ্চায়েত এলাকায় ফ্রাঞ্চাইজি নিতে গেলে ১ লক্ষ টাকা দিতে হবে। পুর এলাকার জন্য দেড় লক্ষ টাকা এবং কর্পোরেশন এলাকার জন্য চার লক্ষ টাকা এককালীন দিতে হবে।

এ ছাড়া বছরে ফ্রাঞ্চাইজি ফি গ্রাম বাবদ পঞ্চায়েত এলাকায় ১৫ হাজার টাকা, পুরসভা এলাকায় ৩০ হাজার টাকা এবং পুর নিগম এলাকায় ৫০ হাজার টাকা দিতে হবে।

বন্ধ করুন