মধ্য কলকাতা থেকে গ্রেফতার বাংলাদেশি নাগরিক সম্পর্কে হোটেল কর্মী ও স্থানীয়দের মুখে উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য। যা থেকে স্পষ্ট, এবারই প্রথম নয়, নিয়মিত ওই হোটেলে যাতায়াত ছিল গ্রেফতার হওয়া অনুপ্রবেশকারী সেলিম মাতব্বরের। ওদিকে হোটেলের আবাসিক ও হোটেল কর্তৃপক্ষের বয়ানে তৈরি হয়েছে বিভ্রান্তি।
বৃহস্পতিবার কলকাতার মার্কোয়েস স্ট্রিটের একটি গেস্ট হাউজ থেকে সেলিম মাতুব্বর নামে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে পুলিশ। ধৃত বাংলাদেশের মাদারিপুরের বাসিন্দা বলে জানিয়েছে। ধৃতের কাছ থেকে ‘রবি শর্মা’ নামে ভারতীয় পাসপোর্ট, ভারতীয় আধার কার্ড ও প্যান কার্ড উদ্ধার হয়েছে।
হোটেলের এক কর্মী জানিয়েছেন, কয়েক মাস বাদে বাদে ওই হোটেলে এসে থাকতেন ওই ব্যক্তি। তবে তাঁর চালচলনে কোনও সন্দেহ হয়নি তাঁর। শেষবার তিনি ১৯ নভেম্বর গেস্ট হাউজে ওঠেন ২৬ নভেম্বর গেস্ট হাউজ ছেড়ে দেন তিনি। তবে গেস্ট হাউজের এক আবাসিকের দাবি, আবাসিক নয়, ওই হোটেলের কর্মী ছিলেন ধৃত সেলিম। তাঁর চালচলনে সন্দেহ হওয়ায় তাঁকে নাম জিজ্ঞাসা করেন তিনি। নিজের নাম রবি শর্মা বলায় সন্দেহ আরও গভীর হয়।
ওদিকে স্থানীয়রা জানিয়েছেন, ধৃত ব্যক্তিকে গত ১ বছরে বহুবার মার্কোয়েস স্ট্রিটের ওই হোটেলে দেখা গিয়েছে। নিজের নাম রবি শর্মা বলে দাবি করলেও স্থানীয় ইসলামিয়া হোটেলে খাওয়া দাওয়া করতেন তিনি। তাতেই সন্দেহ হয় স্থানীয়দের।
পুলিশের দাবি, ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী একজন বিএনপি নেতা। তার পাসপোর্টে তাঁর জন্ম রাজস্থানের জয়পুরে বলে উল্লেখ রয়েছে। পাসপোর্ট জারি হয়েছে দিল্লি থেকে।