পাতা ভর্তি করে শুধু কুকথা লেখা। একটি শব্দও উত্তর লেখা নেই। এবার এর প্রেক্ষিতে কড়া ব্যবস্থা নিল মধ্য শিক্ষা পর্ষদ। জানা যাচ্ছে, সেই সব পরীক্ষার্থীর খাতা দেখানো হয়েছে অভিভাবকদের। ভবিষ্যতে এই সব পরীক্ষার্থীরা যাতে এই ধরনের কাজ না করেন, সেদিকে সতর্ক থাকতে বলা হয়েছে।
মধ্য শিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবারে ১১ জন মাধ্যমিক পরীক্ষার্থী খাতায় নানা ধরনের কুকথা লিখেছেন। সেই সব খাতা বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর ওই সব পরীক্ষার্থীদের অভিভাবককে ডেকে পাঠানো হয়। তাঁদের ডেকে পাঠিয়ে উত্তরপত্র দেখানো হয়। সেই সঙ্গে পর্ষদের তরফে সতর্ক করে দেওয়া হয়, এই ধরনের কাজ যেন ওই পরীক্ষার্থীরা না করেন। জানা যাচ্ছে, যে সব খাতায় এই ধরনের কুকথা লেখা রয়েছে, তাদের মধ্যে একটি নজর কেড়েছে। সেখানে ‘পুষ্পা’ ছবির সংলাপ ফুটে উঠেছে। লেখা রয়েছে, ‘পুষ্পা রাজ, আপুন লিখে গা নেহি।’
উল্লেখ্য, প্রতি বছরই মাধ্যমিক পরীক্ষায় কিছু পরীক্ষার্থী অকৃতকার্য থাকে। তবে পাতা ভর্তি করে এভাবে কুকথা লিখে রাখার দৃষ্টান্ত খুব একটা পাওয়া যায় না। এদিকে টুইট বার্তায় মাধ্যমিকে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি যারা পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন, তাদেরও উদ্দেশ্যে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। টুইটে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী লেখেন, ‘যাদের ফল প্রত্যাশা মতো হয়নি, তাঁদের হাল ছাড়লে চলবে না। আগামীদিনে এই লড়াই জারি রাখতে হবে।’