কাঁকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। ভোট পরবর্তী হিংসার জেরে খুন হয়েছিলেন তিনি এমনটাই দাবি করা হয় পরিবারের তরফে। এনিয়ে তদন্তেও নামে সিবিআই। মৃত বিজেপি কর্মীর বাড়িতেও গিয়েছিলেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। ঘটনাস্থলও ঘুরে দেখেছেন তাঁরা। সেদিনের ঘটনার ব্যাপারেও নানা জনকে জিজ্ঞাসা করেছেন তদন্তকারী আধিকারিকরা।
এবার সেই মৃত বিজেপি কর্মীর বাড়ির সামনে থেকে তার চুরির অভিযোগ। পুলিশের সামনেই তার চুরি করা হয়েছে বলে মৃতের পরিবারের অভিযোগ। এব্যাপারে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন মৃতের দাদা। এমনকী ভাইয়ের মতোই তাঁকেও খুন করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এদিকে সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে সেই চুরির ঘটনা। এমনটাই দাবি পরিবারের। গোটা ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে।
এদিকে মৃতের দাদা বিশ্বজিৎ সরকারের দাবি, ব্যাপক ষড়যন্ত্র চলছে। তাঁকে ও তাঁর মাকে খুন করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। পুলিশের কাছেও তিনি এব্যাপারে আশঙ্কার কথা জানিয়েছেন। এদিকে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ।