২২শে মার্চ থেকে ২৮শে মার্চ বিদেশ সফরে যাবেন মুখ্যমন্ত্রী। তার আগে নবান্ন থেকে গণশত্রুের কথা উল্লেখ করে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
তিনি বলেন, 'আমি বেঙ্গলি মিডিয়াম থেকে আসতে পারি, আমি সাধারণ হতে পারি,… শিক্ষা আনে মানবিকতা। শিক্ষার ডিগ্রি দিয়ে কাউকে অপমান করবেন না। শিক্ষার নাম করে আমাকে অপমান করে মাতৃভূমিকে অপমান করবেন না। এটা আমার বিনম্র আবেদন। এটা হল সেই বিশ্ববিদ্যালয়ের পছন্দের ব্যাপার। কোন প্রশ্নের তারা অনুমতি দেবে, কোনটা দেবে না। আমার কোনও সমস্যা নেই। আমার যে কোনও প্রশ্নের উত্তর দিতে পারি। কিন্তু যদি আপনারা গেম খেলতে চান, স্ক্যান্ডাসাল গেম তবে মনে রাখবেন আমাদের লোকজনও রয়েছেন বিভিন্ন জায়গায় আমরাও একই গেম খেলব, একই কার্ড খেলব। আপনাদের নেতাদের বিরুদ্ধে। তবে আমরা কখনও এটা করি না। কারণ আমরা বিশ্বাস করি প্রথমে নিজেকে শ্রদ্ধা কর, নিজের জন্মভূমিকে শ্রদ্ধা কর, নিজের দেশকে শ্রদ্ধা করো। শুধু বিপ্লবের নাম করে ফান্ড তৈরি করো, একটা খারাপ নাম দিতে চাও। মানুষের বিরুদ্ধে লড়াই করো যারা জীবন মৃত্যু নিয়ে কাজ করে যাচ্ছেন। আমি কিছু মনে করি না। বলেছি আরও করো। আমি প্রচার চাই না। যখন প্রয়োজন হয় তখন করি। ভালোই হবে আমার পাবলিসিটি হবে সারা পৃথিবী জুড়ে। ভার্চুয়ালি যারা থাকছে, অন্যান্য দেশ থেকে মেল পেয়েছি। গণশত্রুরা কী ভাবেন? আমাদের পরিচিত কেউ নেই নাকি আমাদের পরিচিতা কেউ নেই। আমাদের অনেকে বিদেশে থাকেন। তাদের পরিচিতি আছে। আমাদের যারা অফিসার আছেন তাদের ছেলে মেয়েরাও বিদেশে পড়াশোনা করেন অনেকে। আমাদের পুলিশের ছেলেমেয়েরাও পড়াশোনা করেন। আমরা চাইব না একই জিনিস করুক। হিংসার বিরুদ্ধে কোনও ওষুধ নেই। এটা আবিস্কার করতে হবে। আপনি কিছু সময় মানুষকে বোকা বানাতে পারেন কিন্তু সবসময়ের জন্য় পারবেন না। যারা বাংলায় জিরো তারাই চিৎকার করছে।..চোর কি মা জোর সে বোলে। নেগেটিভ অ্য়াটিটিউড। মার্কসিস্ট, আলট্রা মার্কসিস্ট, সো কলড নিউ কমিউনাল বেসড পার্টি তাদের মধ্য়ে কোনও ফারাক নেই। আমরা চাই না। আমরা চাই বৈচিত্র।' বলেন মমতা।
তিনি বলেন, ‘কোথাও কোথাও বলা হচ্ছে আমি নাকি প্রেসকে ধরে ধরে মারি। আপনারা বলুন তো যে স্বাধীনতা পান সেটা কি অন্য় কোথাও পান। আমি অ্যাসেম্বলি গেলে অবারিত দ্বার ফর প্রেস। নবান্নতেও প্রেস কর্নার আছে। আমি যখন যাই তখন অনেক প্রেস যায়। এখানে যে গণতন্ত্র আছে…রিগিং, কীসের রিগিং। সমস্ত ভোট হয় নির্বাচন কমিশনের আওতায়, বিএসএফ, সিআইএসএফ কেন্দ্রীয় সরকারের। সেখানে বাংলার পুলিশ ঢুকতে পারে না। বিপথে চালিত হয় এমন তথ্য় দেবেন না। কিছু প্রশ্ন থাকলে আমাকে করুন। আমি উত্তর দেব। ’,