বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মুকুলের দলত্যাগের মধ্যেই BJP নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে টুইট স্বপন দাশগুপ্তর

মুকুলের দলত্যাগের মধ্যেই BJP নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে টুইট স্বপন দাশগুপ্তর

স্বপন দাশগুপ্ত। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

এদিন টুইটে স্বপনবাবু লিখেছেন, ‘নির্বাচনে হারের মূল্যায়ণ করে আগামীর পথ ঠিক করবে বিজেপি। এই পদক্ষেপ গ্রহণের কাজ চলছে যার ফল ভবিষ্যতে পাওয়া যাবে।

এমনিতেই বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে মনমরা বিজেপি কর্মীরা। তার ওপরে মুকুল রায়ের তৃণমূলে ফেরায় সংগঠনের ফাটল আরও চওড়া হবে বলে আশঙ্কা অনেকের। এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে টুইট করলেন বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। শুক্রবার দুপুরে সেই টুইটে দলীয় কর্মী একাধিক পরামর্শ দিলেন তিনি। 

এদিন টুইটে স্বপনবাবু লিখেছেন, ‘নির্বাচনে হারের মূল্যায়ণ করে আগামীর পথ ঠিক করবে বিজেপি। এই পদক্ষেপ গ্রহণের কাজ চলছে যার ফল ভবিষ্যতে পাওয়া যাবে। দলের নতুন বা পুরনো কর্মীদের ভেঙে পড়ার বা ঘরে ঢুকে যাওয়ার কোনও কারণ নেইষ বাংলায় ২.২ কোটি মানুষের ভোট পেয়েছে বিজেপি।’

বলে রাখি, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে ইতিমধ্যে তৃণমূল ভবনে পৌঁছেছেন মুকুল রায়। এর পরই বিজেপির অন্দরের ফাটল প্রকাশ্যে চলে এসেছে। সূত্রের খবর, মুকুলপুত্র শুভ্রাংশু রায় তো বটেই, সঙ্গে তৃণমূলে ফিরতে পারেন বেশ কয়েকজন নেতাকর্মী। 

 

বন্ধ করুন