বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার নির্যাতন ও ভারত বিদ্বেষের ঘটনার মধ্যেই চরমপন্থী আঞ্চলিকতাবাদী সংগঠন বাংলা পক্ষেরে নেতা গর্গ চট্টোপাধ্যায়ের মন্তব্যকে আক্রমণ করলেন বিজেপি নেতা তথাগত রায়। গর্গবাবুর একটি ভিডিয়ো শেয়ার করে তিনি দাবি করেছেন, বাংলাদেশিদের কাছ থেকে টাকা নিয়ে অনুপ্রবেশে মদত দিচ্ছেন তিনি। এব্যাপারে গর্গ চট্টোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
তথাগত বাবু যে ভিডিয়ো শেয়ার করেছেন তাতে গর্গ চট্টোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে, বাংলাদেশ থেকে যদি কোটি কোটি বাঙালি মুসলমান অবৈধভাবে ঢোকে তার ভাষা বাংলা, হ্যাঁ কি না? যে বাংলা বলা কোটি কোটি বাংলাদেশি মুসলমান যদি পশ্চিমবঙ্গে ঢুকে থাকে সে আয় করার জন্য শহরে আসবে গ্রামে না, হ্যাঁ কি না? শহরে যদি বেশি করে বাংলা বলা মুসলামন ঢুকে যায় তাহলে ওয়ার্ডে ওয়ার্ডে বাংলা আগের থেকে বেশি শোনা যাবে, হ্যাঁ কি না? এমন কোনও ওয়ার্ড এমন কোনও শহর এই বাংলার বুকে চেনেন যেখানে আগের থেকে বেশি বেশি বাংলা শোনা যাচ্ছে? কী বুঝে গেলেন? পরিষ্কার, চারটে প্রশ্ন, চারটে উত্তর।
গর্গবাবুর মন্তব্যের সমালোচনা করে p