বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > RG Kar Doctor Murder: 'টাকা অফার করেনি, বলতে বাধ্য করেছিল' বিস্ফোরক নির্যাতিতার পরিবার, আরও চাপে TMC!

RG Kar Doctor Murder: 'টাকা অফার করেনি, বলতে বাধ্য করেছিল' বিস্ফোরক নির্যাতিতার পরিবার, আরও চাপে TMC!

আরজি করে চিকিৎসক খুনের প্রতিবাদে বিক্ষোভ। (Photo by Samir Jana/ Hindustan Times) (Hindustan Times)

কলকাতা পুলিশের তরফে একটি ভিডিয়ো সামনে আনা হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে, সেখানে দাবি করা হচ্ছে নির্যাতিতা চিকিৎসকের পরিবারকে কোনও রকম টাকার অফার করা হয়নি। তৃণমূলও সেই ভিডিয়ো নিয়ে আসরে নেমে পড়েছে।

বডি পড়ে রয়েছে বাড়িতে। পুলিশের বড়কর্তারা এসেছেন আরজি করে মৃত চিকিৎসকের বাড়িতে। আর সেই বাড়িতেই টাকার অফার করেছিলেন পুলিশের এক পদস্থ আধিকারিক। বুধবার একথা জানিয়েছিলেন নিহত চিকিৎসকরে বাবা। জানিয়েছিলেন নিহত চিকিৎসকের কাকিমা। সেই সাক্ষাৎকারের জেরে তোলপাড় গোটা রাজ্য। কতটা অমানবিক হলে তবে পুলিশ এই কাজ করতে পারে? টাকা দিয়ে কি মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছিল?  প্রশ্ন তুলছে গোটা বাংলা।

এরপরই সামনে এসেছে অপর একটা ভিডিয়ো। কলকাতা পুলিশের তরফে একটি ভিডিয়ো সামনে আনা হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে, সেখানে দাবি করা হচ্ছে নির্যাতিতা চিকিৎসকের পরিবারকে কোনও রকম টাকার অফার করা হয়নি। তৃণমূলও সেই ভিডিয়ো নিয়ে আসরে নেমে পড়েছে। মন্ত্রী শশী পাঁজা সেই ভিডিয়ো নিয়ে নেমে পড়েন।  টাকার প্রস্তাব দেওয়া হয়নি বলে সেই ভিডিয়োতে নির্যাতিতার পরিবারকে বলতে শোনা গিয়েছে। 

তবে এখানেই বিষয়টি শেষ নয়। এবার নির্যাতিতার বাবা মায়ের দাবি জোর করে সেই ভিডিয়োতে বলানো হয়েছিল। পরিবারের দাবি ভিডিয়োতে যা বলেছি তা বলতে বাধ্য হয়েছি। 

প্রসঙ্গত ডাঃ সুবর্ণ গোস্বামী দাবি করেছিলেন পুলিশ টাকার অফার করেছিল। এরপর ১১ অগস্ট পুলিশ একটি ভিডিয়ো করে রাখে যেখানে পরিবারকে বলতে শোনা যায় যে কোনওরকম টাকার অফার করেনি। প্রসঙ্গত সেই সময় তদন্তভার ছিল কলকাতা পুলিশের হাতে। তবে কি পরিবারের লোকজন যদি পরবর্তীতে এই টাকার অফার নিয়ে মুখ খুলে ফেলেন সেকারণেই আগেভাগে চাপ দিয়ে টাকার অফার হয়নি বলে ভিডিয়ো করে রেখেছিল পুলিশ? 

নির্যাতিতার কাকিমা সংবাদমাধ্যমে জানিয়েছেন, টাকার অফার করা হয়েছিল ৯ তারিখ। যেদিন মেয়ের দেহ ঘরে রাখা। টাকার অফার করেছিল। সুবর্ণ গোস্বামী স্যার মিডিয়াতে বলার পরে সেই রাতেই ভিডিয়োটা রেকর্ড করা হয়েছিল। ১১ তারিখ রেকর্ড করা হয়েছিল। রাতে এটা রেকর্ড করা হয়েছিল। বিস্ফোরক নির্যাতিতার কাকিমা। 

অর্থাৎ টাকা অফার নিয়ে যাতে শোরগোল না পড়ে যায় সেকারণেই কি আগাম নির্যাতিতার পরিবারকে দিয়ে বলিয়ে নেওয়া হয়েছিল যে টাকার অফার দেওয়া হয়নি? শিউরে ওঠার মতো ঘটনা। 

প্রথমে প্রমাণ লোপাটের অভিযোগ। ক্রাইম সিন নিয়ে নানা রকম বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। আর এবার নির্যাতিতার পরিবারকে দিয়ে জোর করে বক্তব্য বলিয়ে নেওয়ার অভিযোগ। আর কত কালি নিজের উর্দিতে মাখবে কলকাতা পুলিশ? 

বাংলার মুখ খবর

Latest News

৫ রাশির জন্য চন্দ্রগ্রহণ খুব সৌভাগ্যের হবে, আয় বৃদ্ধি পাবে, ভাগ্য বদলাবে Video: পুজোর আগে মেট্রোর টিকিট কাটায় এল বড় সুবিধা! লঞ্চ হল অ্যাপ গণপতির সামনে সত্যি সত্যিই প্রার্থনায় করছে বাহন ইঁদুর! দেখুন কাণ্ড... ‘মির্জাপুর’-এ পঙ্কজ ত্রিপাঠী নয় এবার 'কালীন ভাইয়া' হৃতিক? ‘আপনাদের উচিত বনি কাপুরকে জিজ্ঞাসা করা’, কী নিয়ে প্রশ্ন এড়ালেন ফারদিন 'উৎসবে ফিরছি না' বলেও 'টেক্কা'র প্রচার স্বস্তিকার, ভিডিয়ো বার্তায় কী বললেন তথাগত মর্গের শবের সঙ্গে ‘ফূর্তি’ করত সঞ্জয়, মৃতদেহের সঙ্গে সঙ্গম? আরজি করে নয়া মোড় ইনি নাকি পাকিস্তানের প্রিয়াঙ্কা চোপড়া! অভিনেত্রীর ছবি ভাইরাল হতেই মত সকলের ‘মদ্যপ হয়ে এমন আচরণ করছিলেন, স্ত্রীও সামলাতে পারেননি’: অলোক প্রসঙ্গে হিমানি পিছিয়ে গেল মমতার সঙ্গে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল-ডিরেক্টরদের বৈঠক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.