বিধানসভায় বক্তব্য রাখলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। রাজ্যে বিরোধীদের বিঁধতে গিয়ে নানা প্রসঙ্গ উল্লেখ করলেন মমতা। বাংলার মুখ্য়মন্ত্রী বলেন, দেশে অনেক রাজ্য রয়েছে। সেখানে ডবল ইঞ্জিন সরকারও রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা বিরোধীদের ৫০ শতাংশ সময় দিই (বক্তব্য রাখতে)। তাঁরা হাউসে কাগজ ছোঁড়াছুঁড়ি করেন। বিজেপি, কংগ্রেস, সিপিএম সবাই মিলে একসঙ্গে আমার বিরুদ্ধে রয়েছে। তাঁরা আমায় বক্তব্য রাখতে দেন না। জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। এএনআই সূত্রে খবর।
অন্যদিকে মহাকুম্ভ ও নিউ দিল্লি স্টেশনে পদপিষ্ঠের ঘটনার কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, একটা বড় অনুষ্ঠানে পদদলিত হতেই পারে। কিন্তু কী পরিকল্পনা করেছিলেন? আসানসোলেও হচ্ছে। বিভিন্ন জায়গায় লোক এসেছে। আপনাকে তো দেখতে হবে ক্য়াপাসিটি আছে কিনা। কত লোক ট্রেনে যেতে পারে। আমরা তো টাকা দিয়ে প্লেন বুক করে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছিল না আমরা নিয়ে গিয়েছিলাম। …দেখতে হবে ক্য়াপাসিটি আছে কি না। রেলে পদদলিত হয়ে অনেকে মারা গিয়েছেন। ঘটনা যে কোনও জায়গায় ঘটতে পারে। তবে আমরা খুব সফটভাবে বলেছি।
মমতা বলেন, মহাকুম্ভে এত বড় ঘটনার পরে কটা কমিশন পাঠিয়েছেন। একটা ডেথ সার্টিফিকেও দেননি। পোস্ট মর্টেমও করেনি। মেডিক্যাল কলেজ থেকে একটা সইও করেননি। শুধু হ্যান্ডওভার করার সময় সই করেছে। এই বার বলবেন হার্ট অ্য়াকাটে মারা গিয়েছে।
মমতা বলেন, কাজ জানতে হয় কাজ শিখতে হয়। গঙ্গাসাগরে মেলার সময় কোনও ভিভিআইপি অ্য়ালাও করি না। আমরা যাদের দায়িত্ব দিই, মিনিস্টার, আধিকারিকরা আগেই চলে যান। সাধারণ মানুষকে ভোকাট্টা করে দিয়ে, তাঁরা কি মানুষ নন?
আপনারা ধর্ম বিক্রি করে দেশটাকে টুকরো করেন। আমাদের এখানে স্বাধীনতা আছে, গণতন্ত্র আছে। বললেন মমতা।