দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ে আসায় বুক বাঁধছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার ফল প্রকাশের পর দিল্লির বাঙালিদের ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে এদিন সুকান্তবাবুর মুখে শোনা গেল শুভেন্দু অধিকারীর নাম।
এদিন সুকান্তবাবু বলেন, ‘আজকে দিল্লি বিধানসভা নির্বাচনের ফল বলে দিল মানুষ দুর্নীতির সঙ্গে নেই। মানুষ নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছে। মানুষ প্রলোভনের ফাঁদে পা দেয়নি। মানুষ বুঝে গিয়েছে ভাতা - বিনামূল্যে পরিষেবা তো বিজেপিও দেবে। কিন্তু বিজেপির লক্ষ্য মানুষকে স্বনির্ভর করা।’
দলের বাঙালি নেতা কর্মীদের ধন্যবাদ জানিয়ে সুকান্তবাবু বলেন, ‘বিজেপির বাঙালি সেল এখানে অক্লান্ত কাজ করেছে। অনেকদিন বাদে আমরা দিল্লির। বাঙালিদের একজোট করতে পেরেছি। আমাদের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ বাংলার বহু নেতাকর্মী এখানে এসে পড়েছিলেন। দিল্লির বহু বাঙালি মাঠে ময়দানে ছিলেন।’
এর পরই বাংলা দখলের ডাক দেন তিনি। বলেন, ‘এবার আমাদের লক্ষ্য বাংলা। ২০২৬এ শুধু বাংলার বাঙালি নয়, বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও ঝাঁপিয়ে পড়বে বাংলা জয় করতে। আমরা বাংলা জয় করব। শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি তাঁর জন্মভূমিতে বিজেপির গেরুয়া পতাকা তুলব।’