বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kolkata Potato Price: ‘জ্যোতি আলু যারা ৩৫ টাকা কেজি দরে বিক্রি করছেন তারা অপরাধ করছেন,’ জানাল টাস্ক ফোর্স

Kolkata Potato Price: ‘জ্যোতি আলু যারা ৩৫ টাকা কেজি দরে বিক্রি করছেন তারা অপরাধ করছেন,’ জানাল টাস্ক ফোর্স

জ্যোতি আলু যারা ৩৫ টাকা কেজি দরে বিক্রি করছেন তারা অপরাধ করছেন,জানাল টাস্ক ফোর্স

মঙ্গলবার সকালে টাস্কফোর্সের সদস্যরা উল্টোডাঙা পাইকারি বাজারে হানা দেয়। টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে এদিন ওই টিমে ছিলেন। উল্টোডাঙা থানার পুলিশ কর্মী আধিকারিকরাও এদিন যান।

আলুর দাম কিছুতেই কমছে না কলকাতার বাজারে। শহরতলির বাজারেও আলুর দাম যে কমে গিয়েছে এমনটাও নয়। এখনও কলকাতার বাজারে আলুর দামে ৩৫ থেকে ৪০ এর মধ্য়ে ঘোরাফেরা করছে। এদিকে আলু ব্যবসায়ীদের ধর্মঘট উঠে গিয়েছে। তারপর অনেকেই আশা করেছিলেন এবার হয়তো আলুর দাম কমবে। কিন্তু তেমনটা হল না। কমল না আলুর দাম। 

এদিক মঙ্গলবার সকালে টাস্কফোর্সের সদস্যরা উল্টোডাঙা পাইকারি বাজারে হানা দেয়। টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে এদিন ওই টিমে ছিলেন। উল্টোডাঙা থানার পুলিশ কর্মী আধিকারিকরাও এদিন যান। কেন ব্যবসায়ীরা অতিরিক্ত দামে আলু বেচছেন তা তাঁরা প্রশ্ন করেন। 

যে আলু ব্যবসায়ীরা অতিরিক্ত দামে আলু বেচছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। রাজ্য সরকারের বেঁধে দেওয়া দাম অনুসারে তাদের দাম নিতে হবে বলেও জানানো হয়েছে। রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, কয়েকদিন আগে কলকাতা কর্পোরেশনের আধিকারিকরা এসেছেন। এখানে দেখা যাচ্ছে ২৬ টাকা করে কেজি নিচ্ছে। ১৩০০ টাকা বস্তা। আমরা বলছি যত গোলমাল খুচরো মার্কেটে হচ্ছে। সবাইকে বলছি যদি ২৬ টাকা কেজি দরে কেনেন তবে সেটা ৩০ টাকা কেজি দরে বিক্রি করুন। এর বেশি করবেন না। 

তিনি বলেন, আমরা সব বাজারেই বলছি তালিকা লিখে রাখুন। আমাদের কাছে মাথাব্যাথার কারণ এখন আলু। এখানে প্রচুর আলু উৎপাদন করা হয়। কিন্তু তারপরেও স্টোরে যা আলু আছে তা পর্যাপ্ত। জ্যোতি আলু যারা ৩৪-৩৫ টাকা বিক্রি করছে তারা ক্রিমিনাল অফেন্স করছে। তাদের ব্যবসা নষ্ট হবে। তারা অতিরিক্ত বাড়াবাড়ি করছে। যে সমস্ত খুচরো ব্যবসায়ীরা এসব করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। বাগুইআটি থানা থেকেও পুলিশ খবর পেয়ে গিয়েছে। এয়ারপোর্ট থানা থেকেও গিয়েছে। আমরা চাই না কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এগুলো করবেন না। তাদের আচরণের জন্য এটা বলতে বাধ্য় হচ্ছি। তাদের মধ্য়ে কিছুজন অসামাজিক কাজ করছেন।এটা বলতে বাধ্য হচ্ছি। 

এদিকে এয়ারপোর্ট ২ নম্বর বাজারেও মঙ্গলবার দেখা যায় একাধিক খুচরো আলুর দোকানে জ্যোতি আলুর দাম ৩৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম কমাতো অনেক দূরের কথা। আগে যে আলু ৩৫ টাকা কেজি দরে বিক্রি হত সেটা এদিন উলটে ৩৬ টাকা কেজি দরে বিক্রি করা হয়। এখানে টাস্ক ফোর্স কোথায়? 

 

বাংলার মুখ খবর

Latest News

অত ইংরেজি বুঝি না! টালার প্রাক্তন ওসির পাশে দাঁড়ানোর পরে সাফাই CPIM কাউন্সিলরের মাঠে বুঝি, মাঠের বাইরের নয়:- রোহিতের কমিউনিকেশন স্টাইল নিয়ে ঋষভ পন্ত গায়ে উর্দি, মাথায় জোকারের টুপি, TMC নেতার জন্মদিনের পার্টিতে হাজির পুলিশ কর্মী শুক্রর তুলায় প্রবেশ, ৫ রাশির জীবনে বাড়বে প্রেম, দেখুন সাপ্তাহিক প্রেম রাশিফল আগামী সপ্তাহে আরও একটা নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে পণ্ড হতে পারে পুজোর প্রস্তুতি আরজি কর নিয়ে প্রতিবাদ এবার ইন্ডিয়াজ বেস্ট ডান্সারের মঞ্চে, মন্ত্রমুগ্ধ বিচারকার ভয় পেয়েছে বলে নির্লজ্জশ্রী আমাদের ট্যাক্সের টাকায় ২১টা আইনজীবী পুষছে: অপূর্ব দিল্লিতে ট্রাক চালকের সঙ্গে মারামারি করেছিলেন গৌতম গম্ভীর- আকাশ চোপড়ার বড় দাবি ছুটি কাটাতে কিমকে নিমন্ত্রণ, নজরে পাকিস্তান, ট্রাম্পকে ‘মারতে চাওয়া’ রায়ান কে? ভাদ্রপদ পূর্ণিমাকে কেন বিশেষ মানা হয়? জেনে নিন এই দিন স্নান দান পুজোর শুভ সময়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.