বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > KMC: বর্জ্য পৃথকীকরণ পদ্ধতি মানছে না অনেকেই, কড়া পদক্ষেপ পুরসভার

KMC: বর্জ্য পৃথকীকরণ পদ্ধতি মানছে না অনেকেই, কড়া পদক্ষেপ পুরসভার

বর্জ্য পৃথকীকরণ পদ্ধতি না মানলেই জরিমানা। প্রতীকী ছবি

পুরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের মেয়র পারিষদ দেবব্রত মজুমদার জানিয়েছেন, কলকাতা পুরসভা বর্জ্য পৃথকীকরণের জন্য শহর জুড়ে ৪০ শতাংশ ডাস্টবিন বিতরণ করেছে তারপরেও যত্রতত্র আবর্জনা নিয়ে অভিযোগ আসছে। এরপরেই পুরসভার তরফে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আধিকারিকদের এনিয়ে নজরদারি করতে বলা হয়েছে।

গত ১ ডিসেম্বর থেকে কলকাতায় চালু হয়েছে উৎস থেকে বর্জ্য পৃথকীকরণ প্রকল্প। যার মাধ্যমে নগরবাসীদের আলাদা করে ফেলতে হচ্ছে পচনশীল ও অপচনশীল আবর্জনা। এর জন্য কলকাতা পুর এলাকার সব বাড়িতে একটি করে নীল ডাস্টবিন ও একটি সবুজ ডাস্টবিন দেওয়া হয়েছে। কিন্তু, তারপরেও অনেকেই সেই নিয়ম মানছে না। ডাস্টবিনের পরিবর্তে অনেকেই আবর্জনা ফেলছে রাস্তায় অথবা আশেপাশের গলিতে। এই সব নাগরিকদের বিরুদ্ধে এবার পদক্ষেপ করতে শুরু করেছে কলকাতা পুরসভা।

পুরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের মেয়র পারিষদ দেবব্রত মজুমদার জানিয়েছেন, কলকাতা পুরসভা বর্জ্য পৃথকীকরণের জন্য শহর জুড়ে ৪০ শতাংশ ডাস্টবিন বিতরণ করেছে, তারপরেও যত্রতত্র আবর্জনা নিয়ে অভিযোগ আসছে। এরপরেই পুরসভার তরফে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আধিকারিকদের এনিয়ে নজরদারি করতে বলা হয়েছে। মূলত যে সমস্ত জায়গা থেকে এই অভিযোগ আসছে সেখানে নজরদারি বাড়াতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সেক্ষেত্রে জরিমানা করা হবে বলে পুরসভার তরফে জানানো হয়েছে।

পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, ‘আমরা ইতিমধ্যেই যেসব এলাকায় ডাস্টবিন বিতরণ করেছি এবং বর্জ্য পৃথকীকরণ শুরু করেছি। তারপরেও পৃথকীকরণ পদ্ধতি অনুসরণ করার পরিবর্তে বাসিন্দাদের একটি অংশ রাস্তায় আবর্জনা ফেলছে। সেখানে নিয়মভঙ্গকারীদের জরিমানা করছি।’

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে ডেঙ্গি ব্যাপক আকার ধারণ করেছিল। বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দাদের বাড়ির পাশে আবর্জনা ফেলার জন্য আধিকারিকদের জরিমানা করতে বলেছিল পুরসভা। তারপর থেকেই বেশ কয়েকটি এলাকাতে অভিযান জোরদার করার সিদ্ধান্ত নেন আধিকারিকরা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, গত সেপ্টেম্বর থেকে নাগরিক সংস্থাটি শহর জুড়ে প্রায় ১,৩০০ জনকে জরিমানা করেছে। ৫০০ টাকা থেকে ১,৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।

পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, বড়বাজার, শিয়ালদহ, নারকেলডাঙ্গা, কাশীপুর, দমদম, ভবানীপুরের কিছু অংশ, হাজরা, চেতলা এবং টালিগঞ্জ এলাকাতেই মূলত রাস্তায় আবর্জনা ফেলার অভিযোগ আসছে। ওই সমস্ত এলাকায় পুরসভার তরফে বেশি পরিমাণে কর্মী মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, রান্নাঘরের বর্জ্য বা পচনশীল বর্জ্য ফেলার জন্য পুরসভার তরফে সবুজ বালতি দেওয়া হয়েছে এবং প্লাস্টিক, কাগজ, কাচ এবং ধাতু অর্থাৎ অপচনশীল বর্জ্য ফেলার জন্য নীল বালতি দেওয়া হয়েছে।

 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK ভয়ে কুঁকড়ে থাকতে রাজি নন, আরসিবির মোকাবিলা করার আগে তাণ্ডবের ইঙ্গিত দিলেন রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল তুলা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.