বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ভাড়া বাড়িয়েও ফের প্রত্যাহার করে নিল রেল, সাফাই নির্দেশিকার 'ভুল ব্যাখ্যার'

ভাড়া বাড়িয়েও ফের প্রত্যাহার করে নিল রেল, সাফাই নির্দেশিকার 'ভুল ব্যাখ্যার'

ভাড়া বাড়িয়েও ফের প্রত্যাহার করে নিল রেল, সাফাই নির্দেশিকার 'ভুল ব্যাখ্যার'। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই)

বর্ধমান থেকে গুসকরা পর্যন্ত যে দূরত্ব যেতে ১০ টাকা লাগত, সেই দূরত্ব যেতে ৩০ টাকা দিতে হচ্ছে বলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

‌ভাড়া বাড়িয়ে ফের তা প্রত্যাহার করে নিতে বাধ্য হল রেল। পূর্ব রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন রুটে চলা প্যাসেঞ্জার ও মেমু ট্রেনের ভাড়া একই থাকছে। বর্ধিত হারে ভাড়া নেওয়া হবে না।

এদিন রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, রেল বোর্ডের একটি নির্দেশিকার ভুল ব্যাখ্যার কারণেই বিভ্রান্তি তৈরি হয়েছিল। রেল বোর্ডের নির্দেশিকার ভুল ব্যাখ্যা করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, সংবাদমাধ্যমে যাত্রীদের ক্ষোভ বিক্ষোভের কথা প্রকাশ্যে আসার পরই রেল বোর্ডের তরফে পূর্ব রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপরই রেলের তরফে জানিয়ে দেওয়া হয়, পুরনো ভাড়াই বহাল থাকছে। ভাড়া বাড়ছে না। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, ‘‌রেলওয়ে বোর্ডের একটি নির্দেশিকার প্রেক্ষিতেই বর্ধিত ভাড়া নেওয়া হচ্ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নির্দেশিকার ভুল ব্যাখ্যা করা হয়েছে। তাই আপাতত কোনও ট্রেনেরই ভাড়া বাড়ছে না।’‌

লোকাল ট্রেন শুরু হওয়ার পর থেকে বেশ কিছু রুটে রেলের ভাড়া বেড়ে যায়। যে সব রুটে প্যাসেঞ্জার ও মেমু ট্রেন চলে, সেই সব রুটে ট্রেনের ভাড়া তিন গুন বেড়ে গিয়েছে বলে সাধারণ মানুষ দাবি করেন। বর্ধমান থেকে গুসকরা পর্যন্ত যে দূরত্ব যেতে ১০ টাকা লাগত, সেই দুরত্ব যেতে ৩০ টাকা দিতে হচ্ছে বলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এই রকম অনেক প্যাসেঞ্জার ট্রেনেরই ভাড়া বেড়ে যায়। তবে ফের রেল বর্ধিত ভাড়া প্রত্যাহার করে নেওয়ায় সাধারণ মানুষের স্বস্তি বাড়বে বলেই মনে করা হচ্ছে।

বাংলার মুখ খবর

Latest News

‘সিপি ছাড়া পিসি যেন..’, কাঞ্চনের উপর রাগ থেকেই মমতাকে কটাক্ষ? তুলোধনা পিঙ্কিকে পড়ুয়াদের বিরুদ্ধে সন্দীপের হাতিয়ার ছিল 'যৌন হেনস্থা', সামনে আরও বিস্ফোরক অভিযোগ Afghanistan বনাম South Africa ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? 'আমার সময় দরকার ছিল...', দীর্ঘ ৯ বছরের বিরতির অবসান ঘটিয়ে বলিউডে ফিরছেন আদনান! মমতার নাম মুখেই আনলেন না, বন্যা মোকাবিলায় কার ওপর ভরসা রাখলেন শুভেন্দু? শ্রদ্ধার সামনে হার শাহরুখের! ভারতে জওয়ানের আয়কে ছাপিয়ে ইতিহাস গড়ল স্ত্রী ২ দুর্গাপুজোর উদ্বোধনে এবারেও কলকাতায় আসছেন অমিত শাহ!‌ কবে থাকছে বঙ্গ সফর?‌ 'বন্যা পরিস্থিতি অনেক জেলায়....', জুনিয়র ডাক্তারদের বৈঠকের আর্জিতে জবাব রাজ্যের চন্দ্রগ্রহণ কি পুরোপুরি কেটে গিয়েছে? বাকি দিন জুড়ে কেমন প্রভাব থাকবে ‘পেট ভরে না…’! স্ত্রী ২ আয় করেছে ৫০০ কোটির উপরে, তাও কীসের আশঙ্কায় থাকেন পরিচালক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.