বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Tiljala Murder Case: তিলজলা কাণ্ডে তান্ত্রিক–তত্ত্ব মিথ্যে, আর কী ঘটেছিল শিশুকন্যার সঙ্গে?‌

Tiljala Murder Case: তিলজলা কাণ্ডে তান্ত্রিক–তত্ত্ব মিথ্যে, আর কী ঘটেছিল শিশুকন্যার সঙ্গে?‌

তন্ত্রসাধনার তত্ত্বের সমর্থনে কোনও তথ্য দিতে পারেনি অভিযুক্ত।

ধৃত অলোকের কাছে প্রশ্ন করেন এক তদন্তকারী অফিসার। জবাবে সে জানায়, প্রথমে শ্মশানেই এই কাজ করার কথা ছিল। কিন্তু জায়গা খুঁজে পাওয়া যাচ্ছিল না। সাত বছরের বাচ্চাকে নিয়ে যাওয়ারও সমস্যা ছিল। তাই সেই পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে হয়। তবে সেকেন্ডের মধ্যে এই বয়ানও বদল করে অভিযুক্ত। তার উপর যৌন নির্যাতন চালানো হয়।

পুলিশের জেরায় বারবার বয়ান বদল। তান্ত্রিকের নাম–ঠিকানা পর্যন্ত ঠিক করে বলতে পারেনি ধৃত মূল অভিযুক্ত অলোক কুমার। আর যা যা জিজ্ঞাসা করা হয় সেগুলি ভেবে উত্তর দেয় অভিযুক্ত। তাই তদন্তকারীদের নজর ঘোরাতেই এই তান্ত্রিক তত্ত্ব সামনে আনা হয়েছে বলে ধারণা বদ্ধমূল হচ্ছে পুলিশের। তন্ত্রসাধনার তত্ত্বের সমর্থনে কোনও তথ্য দিতে পারেনি অভিযুক্ত। আসলে ধর্ষণই ছিল তার আসল উদ্দেশ্য। তা ঢাকতেই তান্ত্রিকের প্রসঙ্গ টানা হচ্ছে। আর দু’‌দিন ধরে নাবালিকাকে অনুসরণ করে তার সঙ্গে নৃশংসতার পরিকল্পনা করে অভিযুক্ত অলোক কুমার।

এদিকে তিলজলায় সাত বছরের শিশুকে শারীরিক নির্যাতনের পর নৃশংসভাবে হত্যা করার অভিযোগ উঠেছে অভিযুক্ত অলোক কুমারের বিরুদ্ধে। জেরায় অভিযুক্ত জানায়, ঘটনার দিন জঞ্জাল ফেলে ফেরার সময় নাবালিকাকে জোর করে টেনে নিয়ে ফ্ল্যাটে ঢুকিয়ে নেয় সে। আর মুখ বেঁধে, হাত–পা পিছমোড়া করে বেঁধে চলে অত্যাচার। যাতে কেউ কিছু শুনতে না পায় তার জন্য জোরে রেডিয়ো চালিয়ে দেওয়া হয়। রাতে সকলে ঘুমিয়ে পড়ার পর দেহ লোপাটের পরিকল্পনা ছিল তার। লালবাজার সূত্রে খবর, নিমতলার একটি ঠিকানায় ওই তান্ত্রিক বসে বলে জেরায় জানিয়েছিল ধৃত অলোক। সেখানে গিয়ে তদন্তকারীরা জানতে পারেন, এখানে ওই নামে কেউ থাকে না। অন্য কয়েকজন তান্ত্রিককে জিজ্ঞাসাবাদ করেও কোনও সূত্র মেলেনি। তাই পুলিশ বুঝতে পারে, ঘটনা আড়াল করতে চাইছে বলেই বারবার বয়ান বদল করছে।

অন্যদিকে অলোকের ফ্ল্যাট থেকে কয়েক প্যাকেট গাঁজা উদ্ধার করে পুলিশ। তবে তার দায়ও তান্ত্রিকের উপর চাপিয়েছে ধৃত অলোক কুমার। অফিসারদের প্রশ্নের উত্তরে সে জানায়, ওই তান্ত্রিক এটি রাখতে বলেছিল তাকে। প্রচণ্ড গাঁজার নেশা করে থাকলে নরবলি দিতে কোনও অসুবিধা হবে না। যদিও ওই শিশুকন্যাকে অপহরণের বিষয়টি ছিল ধৃত অলোকের মস্তিষ্কপ্রসূত। তদন্তকারীদের অবশ্য দাবি, এই গোটা গল্পটিই সাজানো। এই ঘটনার দিন গাঁজা খেয়ে শিশুটিকে অপহরণ করেছিল অলোক। ধষর্ণই ছিল তার উদ্দেশ্য। তাই তার উপর যৌন নির্যাতন চালানো হয়।

আর কী জানা যাচ্ছে?‌ তান্ত্রিকরা শ্মশানেই নরবলি দেন। অলোককে বাড়িতে শিশুবলি দিতে বলা হয়েছিল কেন? পুলিশ সূত্রে খবর, ধৃত অলোকের কাছে এই প্রশ্ন করেন এক তদন্তকারী অফিসার। জবাবে সে জানায়, প্রথমে শ্মশানেই এই কাজ করার কথা ছিল। কিন্তু জায়গা খুঁজে পাওয়া যাচ্ছিল না। সাত বছরের বাচ্চাকে নিয়ে যাওয়ারও সমস্যা ছিল। তাই সেই পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে হয়। তবে সেকেন্ডের মধ্যে এই বয়ানও বদল করে অভিযুক্ত। পরে জানায়, ফ্ল্যাটের মধ্যে শিশুকে খুন করে শবসাধনা করার কথা জানিয়েছিল তান্ত্রিক। আর বাড়িতে আসার কথা ছিল ‘বাবাজির’।

বাংলার মুখ খবর

Latest News

মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? দেখে নিন ১০ সেপ্টেম্বর ২০২৪ রাশিফল মঙ্গলে ১০ জেলায় সতর্কতা জারি, বুধে ৭টিতে ভারী বৃষ্টি, পরেও কোথায় কোথায় চলবে? iPhone 16-র উন্মোচন করল Apple! রয়েছে AI ‘পাওয়ার’, ভারতে কত দাম? কবে পাওয়া যাবে? এখনই নেতা বদলাতে চান না কার্স্টেনরা, বাবরদের সময় দেওয়ার পক্ষে মত দুই পাক কোচের RR-এর প্রতি দায়বদ্ধতা থেকেই বাকি IPL দলগুলির ব্ল্যাঙ্ক চেক অফার ফেরান দ্রাবিড়! ‘জাস্টিস চাইছিস! কোন সরকার হাজার টাকা করে দেয়! তৃণমূল যদি…’প্রতিবাদকারীদের হুমকি ইংল্যান্ডের ওপেনার একা করলেন ১৫০, আইরিশরা অল-আউট ৪৫ রানে, রেকর্ড জয় ব্রিটিশদের কলকাতার CP 'আমার কাছে নিজে এসেছেন অনেকবার পদত্যাগের জন্য', দাবি মমতার আড্ডা নয় আন্দোলন! চায়ের কাপ সরিয়ে প্রতিবাদের মোমবাতি জ্বলল কফি হাউসে ছবিতে কাজ দেওয়ার আছিলায় মডেলের সঙ্গে সহবাস! নয়া অভিযোগে বিদ্ধ জয়জিৎ, দিলেন সাফাই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.