লোকসভা নির্বাচনে এবার ২৯টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে বাংলায় রাজনৈতিকভাবে কোণঠাসা করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরও ঘাসফুলের সংগঠনে ব্যাপক রদবদল হতে চলেছে বলে খবর। কারণ আসন বৃদ্ধি পেলেও বহু বিধানসভায়, ব্লকে, ওয়ার্ডে ভোট কমেছে ঘাসফুল শিবিরের। সেখানে আবার এগিয়ে রয়েছে পদ্মফুল শিবির। এটাই আর বরদাস্ত করা হবে না। তাই বিধানসভা নির্বাচনের দু’বছর আগে দলের সাংগঠনিক রদবদল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এখানে দলের শাখা সংগঠন থেকে শুরু করে জেলা স্তরে দায়িত্বে থাকা নেতাদের ‘রদবদল’ করা হবে বলে তৃণমূল ভবন সূত্রে খবর। ২১ জুলাই বিশাল কর্মসূচি করার বিষয়ে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি শুরু হয়েছে। সেটা শেষ হলেই সাংগঠনিক রদবদল হবে।
এই প্রস্তুতি চলাকালীনই সংগঠনে রদবদল নিয়ে কথা হয়েছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু’দিন আগেই নবান্ন থেকে গর্জে উঠেছেন। তাতে অনেকের হাটে হাঁড়ি ভেঙে গিয়েছে। সুতরাং তাঁদের রদবদল হওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিছু বলা হয়নি। আজ, বৃহস্পতিবারও নবান্নে বৈঠকের পর গর্জে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাউকে রেয়াত করা হবে না বলে নির্দেশ দিয়েছেন। সেখানে যাঁরা সংগঠনের পদে আছেন এবং সঠিকভাবে কাজ করেননি তাঁদের রদবদল করা হবে বলে সূত্রের খবর। নামপ্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা বলেন, ‘এটা তো বাস্তবের নিয়ম। যে কাজ করবে সে থাকবে। আর যে দলের নির্দেশ মেনে কাজ করবে না সে থাকবে না। সব দলেই এই নিয়ম আছে। তাই রদবদল হবে।’
আরও পড়ুন: সাংসদ দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ! সিবিআইয়ের অবস্থান জানতে চায় কলকাতা হাইকোর্ট
তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, সংগঠনের নানা পদে যাঁরা আছেন, তাঁদের পারফরম্যান্স রিভিউ করা হচ্ছে। কারণ অনেকগুলি জায়গা রয়েছে যেখানে আগে তৃণমূল কংগ্রেসের ফল ভাল হয়েছিল। কিন্তু এবার লোকসভা নির্বাচনে সেখানে বিজেপি এগিয়ে গিয়েছে। আর এগুলি যাঁদের জন্য হয়েছে তিনি যত বড়ই নেতা–মন্ত্রী–বিধায়ক হন তাঁদের পদে এবার রদবদল হবে। ইতিমধ্যেই এমন সব নেতাদের চিহ্নিত করা হচ্ছে। আর লোকসভা নির্বাচনে যেখানে দলের ভালে ফল হয়নি, যাঁদের বিরুদ্ধে স্থানীয় এলাকা থেকে উঠে এসেছে অভিযোগ তাঁদেরও বদল করা হতে চলেছে। হেভিওয়েটদের রদবদলে অনেকের চোখ কপালে উঠতে পারে।
এবারের ২১ জুলাইয়ের সমাবেশ হবে হাইভোল্টেজ। কারণ ইন্ডিয়া জোটের নেতাদের কেউ কেউ উপস্থিত থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কয়েকজন নেতার কথা হয়েছে। তাঁরাও আসতে পারেন বলে সূত্রের খবর। আর এটা ঘটলে সেদিন এই সমাবেশ সর্বভারতীয় স্তরে বড় ছাপ ফেলবে। যা বিজেপি এখন আন্দাজও করতে পারছে না। ২১ জুলাই ধর্মতলায় শহিদ সমাবেশের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক কিছু বিষয় ঘোষণা করতে পারেন। এখন ২১ জুলাইয়ের সমাবেশ সফল করতে জেলায় জেলায় নির্দেশ পাঠিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।