বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘‌রাজনীতিতে আমার হাতেখড়ি তোমার হাতেই’‌, সুদর্শনার ফেসবুক পোস্টে তুমুল চর্চা

‘‌রাজনীতিতে আমার হাতেখড়ি তোমার হাতেই’‌, সুদর্শনার ফেসবুক পোস্টে তুমুল চর্চা

তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায়।

এমনকী নিজের লেখার সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে প্রয়াত মন্ত্রীর সঙ্গে নানা ছবি তুলে ধরেছেন।

তিনি না থেকেও আছেন। কলকাতা পুরসভা নির্বাচনে তাঁর এলাকার এই ওয়ার্ড তাই চর্চার কেন্দ্রবিন্দুতে। সদ্য তিনি প্রয়াত হয়েছেন। কলকাতা পুরসভার মেয়রও ছিলেন একসময়। হ্যাঁ, তিনি প্রয়াত প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। আর তাঁর এলাকার ৬৮ নম্বর ওয়ার্ড নিয়ে জোর চর্চা রয়েছে। কারণ এখানে তনিমা চট্টোপাধ্যায়কে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। তাই তিনি নির্দল হয়ে দাঁড়িয়েছেন। যার জন্য দল তাঁকে বহিষ্কার করেছে। আর এখানে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস সুদর্শনা মুখোপাধ্যায়কে। তিনি আজ শেষবেলায় ফেসবুক পোস্ট করেছেন। যেখানে প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ই তাঁর পথ প্রদর্শক বলে উল্লেখ করেছেন। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

ঠিক কী লিখেছেন সুদর্শনা?‌ এদিন সুদর্শনা মুখোপাধ্যায় ফেসবুকে লেখেন, ‘তুমি রবে নীরবে…। রাজনীতিতে আমার হাতেখড়ি তোমার হাতেই। তোমার দেখানো পথেই রাজনীতিতে শুরু হয়েছিল আমার পথচলা। ২০১৫ সালে অনভিজ্ঞ, অচেনা সুদর্শনাকে রাজনীতির ময়দানে প্রতিষ্ঠা পেতে তুমিই সাহায্য করেছিলে। ছাত্রী সুদর্শনা সর্বদা তোমার দেখানো পথ অনুসরণ করে প্রতিটি অগ্নিপরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছে। তুমি আজ নেই। তবুও তোমার প্রতি বিশ্বাস, ভালবাসা, শ্রদ্ধা চিরদিন থাকবে। দূরে চলে গিয়েও তুমি থাকবে হৃদয়ে….। অন্য জগতেও তুমি ভাল থেকো।… সুদর্শনা।’ এছাড়া আরও অনেক কথা তিনি লিখেছেন।

এমনকী নিজের লেখার সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে প্রয়াত মন্ত্রীর সঙ্গে নানা ছবি তুলে ধরেছেন। আসলে বোঝা যাচ্ছে, এই ওয়ার্ডে আজও তিনিই ফ্যাক্টর। কারণ তিনি ছিলেন কাজের মানুষ তথা জননেতা। তাই ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম’ গানটি। এই পোস্ট এখন তৃণমূল কংগ্রেসের অন্দরেও চর্চা বাড়িয়েছে।

এখানে আগেও তিনি কাউন্সিলর ছিলেন। তাই সুদর্শনাকেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তাতেই দলের সঙ্গে চিড় ধরে তনিমার। এখন এখানে তিনিও প্রার্থী। তনিমাদেবীর প্রচারে ব্যানার–ফেস্টুনে লেখা আছে, সুব্রত মুখোপাধ্যায়ের ‘নিজের বোন’। আসলে সুব্রত মুখোপাধ্যায় একুশের পুরসভা নির্বাচনে না থেকেও আছেন। এই কাণ্ডকারখানা সেই সাক্ষ্যই বহন করে বলে মনে করছেন রাজনৈতিক কুশীলবরা।

বন্ধ করুন