বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > কী ‘ফন্দি’ জানতে হবে! ২০০০ এর নোট তুলে নেওয়া প্রসঙ্গে বললেন চন্দ্রিমা

কী ‘ফন্দি’ জানতে হবে! ২০০০ এর নোট তুলে নেওয়া প্রসঙ্গে বললেন চন্দ্রিমা

চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী (ফেসবুক)

২০১৬ সালের ৮ নভেম্বর  পাঁচশ ও হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্তের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। রাতারাতি তা বাতিলের কথা ঘোষণা করেন। সেই নোট বাতিলের পর নতুন ৫০০ টাকার নোট ও ২০০০টাকার নোট চালু করা হয়।

বাজার থেকে দু'হাজার টাকার নোট তুলে নিচ্ছে আরবিআই। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নোট দিয়ে লেনদেন করতে পারা যাবে। তার মধ্যে ব্যাঙ্কে গিয়ে নোট বদলে নিতে হবে। দেশের শীর্ষ ব্যাঙ্কে এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় রাজ্যে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'জানতে হবে এর পিছনে কী ফন্দি আছে।'

তিনি হিন্দুস্তান টাইমস বাংলাকে বলেন,'হঠাৎ শুনলাম ২০০০ নোট বাজার থেকে তুলে নেওয়া হবে। জানি না এর পিছনে কী ফন্দি রয়েছে। কেনই বা দু'হাজার টাকা নোট এনেছিল কেনই বা তুলে নেওয়া হচ্ছে কে জানে? এর আগে নোটবন্দি করছিল। এর পিছনে কী কারণ আছে জানতে হবে।'

২০১৬ সালের ৮ নভেম্বর ৫০০ ও হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্তের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। রাতারাতি তা বাতিলের কথা ঘোষণা করেন। সেই নোট বাতিলের পর নতুন ৫০০ টাকার নোট ও ২০০০টাকার নোট চালু করা হয়। (পড়তে পারেন। বাজার থেকে ২০০০ এর নোট তুলে নিচ্ছে আরবিআই! বৈধতা কতদিনের?)

রিজার্ভ ব্যাঙ্ক যে বিবৃতি দিয়েছে, তাতে বলা হয়েছে অন্যান্য অঙ্কের নোট বাজারে পর্যাপ্ত পরিমাণে পাওয়ার ফলে ২০০০ টাকার নোট চালু করার উদ্দেশ্য পূরণ হয়েছে আরবিআই-এর। তাই ২০১৮ সাল থেকেই এই নোট ছাপা বন্ধ করে দেওয়া হয়। দেশের শীর্ষ ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০০ টাকা নোটের প্রায় ৮৯ শতাংশ ২০১৭ সালের মার্চের আগে বাজারে ছাড়া হয়েছিল। (পড়তে পারেন। 2000 rupees Currency note Facts: ২০০০ টাকার নোট আরবিআই তুলে নিচ্ছে শুনে উদ্বিগ্ন? জানুন জরুরি এই তথ্যগুলি )

বন্ধ করুন