বিতর্কিত মন্তব্যের জেরে ফিরহাদ হাকিমকে ‘কড়া ডোজ’ দিল তৃণমূল কংগ্রেস। সোমবার তৃণমূল কংগ্রেসের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, শনিবার ‘একটি অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছেন, তা থেকে কঠোরভাবে নিজেদের দূরে রাখছে তৃণমূল কংগ্রেস। কঠোরভাবে নিন্দাও করছে। তিনি যে মন্তব্য করেছেন, তা দলের অবস্থান বা মতাদর্শ নয়। শান্তি, ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি আমাদের অঙ্গীকার অটুট আছে। পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামোকে প্রশ্নের মুখে ফেলে দেবে, এমন কোনও মন্তব্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ফিরহাদের কোন মন্তব্য নিয়ে বিতর্ক?
ফিরহাদের বিরুদ্ধে কোনও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, তা অবশ্য তৃণমূলের তরফে পরিষ্কার করে জানানো হয়নি। কিন্তু পুরো বিষয়টায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যে ফিরহাদের উপরে চূড়ান্ত বিরক্ত, তা স্পষ্টতই বোঝা গিয়েছে। যিনি একটি অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন, ‘আমরা এমন একটা সম্প্রদায়ের লোক, যে সম্প্রদায়....বাংলায় তো আমরা ৩৩ শতাংশ। কিন্তু ভারতে মাত্র ১৭ শতাংশ। আর আমাদের সংখ্যালঘু সম্প্রদায় বলা হয়।'
ফিরহাদ বলেছিলেন, 'আমরা নিজেদের সংঘ্যালঘু হিসেবে বিবেচনা করি না। আমরা ভাবি যে আমাদের উপরে যদি আল্লাহের রহমত থাকে, তালিম যদি আমাদের পক্ষে থাকে, তাহলে একদিন আমরা মেজরিটির থেকেও মেজরিটি হয়ে যেতে পারি। আমরা যদি নিজেদের শক্তি দিয়ে এটা অর্জন করতে পারি, তাহলে সেটা আল্লাহের কৃপা হবে।’
আর কী কী বলেছেন ফিরহাদ?
পশ্চিমবঙ্গের মন্ত্রী আরও বলেন, ‘আমাদের সম্প্রদায়....অনেক জায়গায় আমি দেখি যে কিছু হলেই মোমবাতি মিছিল করে থাকে। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমি বলি, মিছিল করে জাস্টিস হবে না। নিজের ক্ষমতা এমন করতে হবে যে আপনি নিজেই জাস্টিস দেওয়ার যোগ্য হবেন, জাস্টিস চাইবেন না। জাস্টিস দেবেন।’
সেখানেই থামেননি ফিরহাদ। তিনি আরও বলেন, ‘আজও কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট- হাতেগোনা কয়েকজন সংখ্যালঘু সম্প্রদায়ের বিচারপতি আছেন। কারণটা কী? কারণ এতদিন আমাদের সেটার যোগ্য করে তোলা হয়নি। যেখানে আমরা দাঁড়িয়ে বিচার দিতে পারি।’ সেইসঙ্গে তিনি জানান, সমাজতন্ত্রের কথা বলা হয়। সমাজতন্ত্রের মানে এই নয় যে যিনি বড় জায়গায় আছেন, তাঁকে টেনে নামানো হবে। বরং সেই বড় জায়গায় পৌঁছাতে হবে নিজেকে। তাই তিনি বলেছেন যে আজ মুসলিমরা সংখ্যালঘু আছেন, কাল থাকবেন না। সকলে আগে এগিয়ে যাবেন।
আরও পড়ুন: Noapara to Barasat Metro: এয়ারপোর্ট তো হল, বারাসতে কবে মেট্রো পৌঁছাতে পারে? মুখ খুললেন মন্ত্রী
ফিরহাদ আবার তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য!
আর সেই মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। সরব হয় বিজেপি। তৃণমূলের অন্দর থেকেও ফিরহাদের মন্তব্য নিয়ে উষ্মাপ্রকাশ করা হতে থাকে। সংশ্লিষ্ট মহলের মতে, এরকম কথা বলে বারবার বিজেপির হাতে অস্ত্র তুলে দিচ্ছেন। যিনি আবার তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য। সেইসব বিতর্কের মধ্যেই নিজের মন্তব্যের সাফাইও দেন ফিরহাদ। তিনি বলেন, ‘ভারতীয় এবং ধর্মনিরপেক্ষ মানুষ আমি।’ যদিও তারপরও ‘কড়া ডোজ’ দেওয়া হল ফিরহাদকে।