ভোটপ্রচারে উসকানিমূলক বক্তব্য রাখার অভিযোগে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ও দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে FIR করল তৃণমূল। কলকাতার মানিকতলা থানায় দায়ের এক অভিযোগে দাবি করা হয়েছে, ভোটপ্রচারে ওই ২ নেতার বক্তব্যের জেরেই ফল ঘোষণার পর হিংসা ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। আক্রান্ত হচ্ছেন তৃণমূল কর্মীরা।
তৃণমূলের দাবি, ভোটপ্রচারে বিভিন্ন জায়গায় ছায়াছবির সংলাপ বলে প্ররোচনা দিয়েছেন মিঠুন চক্রবর্তী। কোথাও বলেছেন, ‘জলঢোড়াও নই, বালিবোড়াও নই। আমি জাত গোখরো। এক ছোবলেই ছবি!’ কোথাও বলেছেন, ‘মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে।’
দিলীপ ঘোষের বিরুদ্ধেও অভিযোগ করেছে তৃণমূল। তাদের দাবি, ভোটের পরে তৃণমূল নেতাদের বুঝে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেছেন, ‘বদল আর বদলা, দুইই হবে।’
তৃণমূলের তরফে অভিযোগে দাবি করা হয়েছে, এসব বক্তব্যের জন্যই ভোটের ফল প্রকাশের পর বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের দ্বারা বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন। যুব তৃণমূলের সম্পাদক মৃত্যুঞ্জয় পাল জানান, মানিকতলা থানা অভিযোগ গ্রহণ করেছে। আমরা মিঠুনবাবু ও দিলীপবাবুর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ দাবি করেছি।