তৃণমূলের গোষ্ঠীকোন্দলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কলকাতার বেলেঘাটা। তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ তৃণমূলেরই বিরুদ্ধে। চলল গুলি। রবিবার দুপুরে এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বেলেঘাটার ইস্ট কুলিয়া রোড। স্থানীয় বিধায়ক পরেশ পাল স্বীকার করে নিয়েছেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরেই এই সংঘর্ষ।
অভিযোগ এদিন বেলেঘাটার আলোছায়া এলাকায় তৃণমূল নেতা রাজু নস্করের পার্টি অফিসে হামলা চালায় অপর গোষ্ঠী। পালটা প্রতিরোধ গড়ে তোলে রাজু নস্করের লোকেরা। শুরু হয় তুমুল সংঘর্ষ। এমনকী সংঘর্ষ চলাকালীন রাজু নস্কর গুলি চালান বলে অভিযোগ। গুলি লাগে পিনকা নামে জেলেপাড়ার এক যুবকের গায়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পৌঁছন বিধায়ক পরেশ পাল।
ঘটনাস্থলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দৃশ্যত মুষড়ে পড়েন পরেশ পাল। বিষন্ন বদনে স্বীকার করেন, ‘কী বলব? নিজেদের মধ্যে মারামারি। তৃণমূল ছাড়া কারও এখানে ঢোকার ক্ষমতা আছে না কি?’ ওদিকে আক্রান্ত এক ব্যক্তি বলেন, আমরা প্রথম দিন থেকে তৃণমূল করি। রাজু নস্কর বিধানসভা নির্বাচনের সময় বিজেপি করত। এখন আবার দলে ফিরে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। প্রথম দিন থেকে তৃণমূল করার প্রতিদান পেলাম। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। দোকানপাট বন্ধ করে দিয়েছেন দোকানিরা। মোতায়েন হয়েছে পুলিশ।