বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সিবিআই দফতরে এলেন অনুব্রত মণ্ডল, ভোট পরবর্তী হিংসা মামলায় তলব

সিবিআই দফতরে এলেন অনুব্রত মণ্ডল, ভোট পরবর্তী হিংসা মামলায় তলব

বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। ছবি (ANI Photo)

গত শুক্রবার অনুব্রত মণ্ডল অসুস্থতার কথা জানিয়ে দেন সিবিআই–কে। ১৫ দিন সময় লাগবে বলেও জানান তিনি। এই বলে হাজিরা এড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে বুধবার আবার ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার বেলা ১২টার মধ্যে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছিল।

ভোট পরবর্তী হিংসা মামলায় চতুর্থবারের জন্য তলব করা হল অনুব্রত মণ্ডলকে। আর সেই তলবে সাড়া দিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। আজ, বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ সিবিআই দফতরে পৌঁছলেন অনুব্রত মণ্ডল। তৃণমূল কংগ্রেসের এই দোর্দণ্ডপ্রতাপ নেতার সঙ্গে রয়েছেন তাঁর আইনজীবীরাও।

ঠিক কোন মামলায় তলব?‌ বুধবার রাতে বোলপুর থেকে নিউটাউনের চিনার পার্কের ফ্ল্যাটে আসেন অনুব্রত মণ্ডল। ২০২১ সালের ২ মে ইলামবাজারের গোপালনগরে বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। সেই মামলাতেই তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। ইতিমধ্যেই তিনবার হাজিরা এড়িয়েছেন বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। যদিও অনুব্রতর পৌঁছনোর আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তাঁর দুই আইনজীবী।

উল্লেখ্য, গত শুক্রবার অনুব্রত মণ্ডল অসুস্থতার কথা জানিয়ে দেন সিবিআই–কে। ১৫ দিন সময় লাগবে বলেও জানান তিনি। এই বলে হাজিরা এড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে বুধবার আবার ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার বেলা ১২টার মধ্যে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছিল। তিনি অক্ষরে অক্ষরে তা পালন করেছেন।

কখন সাড়া দিলেন কেষ্ট?‌ আজ, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে আসেন অনুব্রত মণ্ডল। সিবিআইয়ের নির্ধারিত সময়সীমার আগেই সোজা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। ঘড়ির কাঁটায় তখন ১১টা ৪২ মিনিট। সিবিআই সূত্রে খবর, তৃণমূল কংগ্রেস নেতাকে জিজ্ঞাসাবাদে প্রস্তুত তদন্তকারীরা।

বাংলার মুখ খবর

Latest News

‘‌যে বুথ বেশি লিড দেবে সেখানে বরাদ্দ বাড়বে’‌, সুভাষের বিরুদ্ধে কমিশনে তৃণমূল ওইটা চাই! ভাইয়ের সঙ্গে মালাবদল করলেন বিবাহিতা 'দিদি', কারণ জানলে হেসে ফেলবেন সাদা চা কী? কতটা উপকারী পানীয় এটি বিরাট ছাঁটাইয়ের আশঙ্কা Unilever কোম্পানিতে, কাজ যেতে পারে ৭৫০জনের, কেন জানেন? 'প্রথম রান্না...' বিয়ে হতে না হতেই রান্নাঘরে কৃতি! শ্বশুরবাড়ির জন্য বানালেন কী সইফের মামার বাড়ির মান রেখেছে দল, IPSL-এ কলকাতার জয়ে উচ্ছ্বসিত শর্মিলা পুত্র ‘কেবলই শরীর…’! বয়সে ছোট সুদীপাকে বিয়ে, কোন কঠিন সত্যের মুখে অগ্নিদেব হঠাৎ আসা টাকায় ভরবে পকেট, মিলবে প্রমোশন! হোলির আগে শনির উদয়ে লাকি ৩ রাশি বৈদ্যবাটিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ি, আহত দু’জন, ঘটনাস্থলে পুলিশ চন্দ্রবোড়াকে কী করে ঝুলিতে পুরতে হয় মমতা, অভিষেক জানেন, দাবি শওকত মোল্লার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.