বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > গৃহবন্দি থাকার আবেদন জেলবন্দি ছত্রধর মাহাতোর, সোমবার মামলার শুনানি

গৃহবন্দি থাকার আবেদন জেলবন্দি ছত্রধর মাহাতোর, সোমবার মামলার শুনানি

ছত্রধর মাহাতো

এবার গৃহবন্দি থাকার আবেদন জানালেন একদা এই মাওবাদী নেতা। তাঁকে রাজধানী এক্সপ্রেস ‘হাইজ্যাক’ মামলায় গত ২৮ মার্চ গ্রেফতার করে এনআইএ।

একুশের নির্বাচনের পরই গ্রেফতার করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের জঙ্গলমহলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতোকে। তার পর থেকে তিনি জেলবন্দিই। এবার গৃহবন্দি থাকার আবেদন জানালেন একদা এই মাওবাদী নেতা। তাঁকে রাজধানী এক্সপ্রেস ‘হাইজ্যাক’ মামলায় গত ২৮ মার্চ গ্রেফতার করে এনআইএ। আগামী সোমবার সেই মামলার শুনানি রয়েছে। কিন্তু জেলে তিনি কষ্ট পাচ্ছেন। তাই নিজের আইনজীবী মারফৎ গৃহবন্দি থাকার আবেদন জানালেন জঙ্গলমহলের দোর্দণ্ডপ্রতাপ নেতা ছত্রধর।

ছত্রধর মাহাতোকে ঝাড়গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। তাঁদের দাবি, ২০০৯ সালের অক্টোবর মাসে ঝাড়গ্রামে যে রাজধানী এক্সপ্রেস হাইজ্যাক হয়েছিল তার সঙ্গে যোগ রয়েছে ছত্রধর মাহাতোর। আর সেই মামলাতেই গ্রেফতার করা হয়েছিল তাঁকে। সুতরাং আপাতত জেল হেফাজতে রয়েছেন। যদিও এই অভিযোগ এখনও প্রমাণ হয়নি। সুতরাং তিনি হাইজ অ্যারেস্টে থাকতে পারেন বলে তাঁর দাবি। তাই আবেদন করেছেন তিনি।

ছত্রধর মাহাতোর আইনজীবী আদালতে তাঁর মক্কেলকে হাউজ অ্যারেস্ট করে রাখার আবেদন জানান। সেখানে রাজ্যের করোনা পরিস্থিতি এবং ছত্রধরের শারীরিক অসুস্থতাকে তুলে ধরা হয়েছে আবেদনে। সূত্রের খবর, এই আবেদন করার পর আগামী সোমবার মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। সেদিনই এনআইএ’‌র পক্ষ থেকে বিশেষ আদালতে এই আর্জির শুনানি হবে।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৭ অক্টোবর ছত্রধর মাহাতো জেলে ছিলেন। কিন্তু ছত্রধরের মুক্তির দাবিতে ঝাড়গ্রামের বাঁশতলা স্টেশনে রাজধানী এক্সপ্রেস আটকানোর অভিযোগে ছত্রধরের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলারই তদন্ত চেয়ে আদালতে গিয়েছিল এনআইএ। আদালত তাতে সম্মতি দেয়। ২০০৯ সালে লালগড়ের সিপিআইএম নেতা প্রবীর মাহাতো খুনে ছত্রধর–সহ ৩৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ধারায় মামলা হয়। ২০১০ সালে তাদের বিরুদ্ধে চার্জশিট পেশ করে পুলিশ। সেই মামলায় গ্রেফতার হয়েছিলেন ছত্রধর। পরে জামিনও পান। ১১ বছর পর এই বিধানসভা নির্বাচনে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পান ছত্রধর। তারপরই গ্রেফতার করা হয় তাঁকে।

বাংলার মুখ খবর

Latest News

উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয় আগামিকাল কেমন কাটবে আপনার? কারা পাবেন ভালো খবর? কী বলছে ২৯ মার্চের রাশিফল রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির BJP নয়, CPMই আসলে সাম্প্রদায়িক, কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু IPL-এ এখনই পাওয়া যাবে না সূর্যকে- হার্দিকের চিন্তা বাড়িয়ে সামনে এল বড় আপডেট কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.