বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Debangshu Facebook Post: ‘‌হোয়াটসঅ্যাপে সিপিএমের দশা লেগেছে’‌, ফেসবুক পোস্টে খোঁচা দেবাংশুর

Debangshu Facebook Post: ‘‌হোয়াটসঅ্যাপে সিপিএমের দশা লেগেছে’‌, ফেসবুক পোস্টে খোঁচা দেবাংশুর

তৃণমূল কংগ্রেসের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য।

আজ, মঙ্গলবার দুপুর পৌনে ১টা থেকে হঠাৎ বন্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপ। আর মেসেজিং অ্যাপ কাজ করা বন্ধ হতেই তোলপাড় হযে যায় গোটা বিশ্ব। কারণ কোনও বার্তা পাঠানো এবং প্রবেশ করা বন্ধ হয়ে যায়। হৈচৈ পড়ে যায় সর্বত্র। প্রায় দু’‌ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয় পরিষেবা।

আজ, মঙ্গলবার দুপুরে হঠাৎ বিপর্যয় নেমে আসে হোয়াটসঅ্যাপে। আর তার জেরে বিশ্বজুড়ে বন্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপ পরিষেবা। সুতরাং বার্তা পাঠানো এবং গ্রহণ কোনওটিই হচ্ছিল না। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া জুড়ে শেয়ার হতে থাকে নানারকমের মিম। এমন সময় ভেসে উঠল দেবাংশু ভট্টাচার্যের ফেসবুক পোস্ট। তাতে এই পরিস্থিতির সঙ্গে রাজনীতিকে মিশিয়ে দেওয়া হয়। যা চেটেপুটে খেয়েছেন নেটিজেনরা। কারণ এখানে উঠে এল সিপিআইএমের দশা নিয়ে।

ঠিক কী লিখেছেন তৃণমূল কংগ্রেসের যুবনেতা?‌ আজ, মঙ্গলবার দুপুরে হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ঘটনা নিয়ে সিপিআইএম–কে কটাক্ষ করেন দেবাংশু ভট্টাচার্য। তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘‌প্রায় দুপুর সাড়ে ১২টা থেকে হোয়াটসঅ্যাপে সিপিআইএমের দশা লেগেছে। তবু আমরা নিশ্চিত হয়েই বলতে পারি, হোয়াটসঅ্যাপও একসময় ঘুরে দাঁড়াবে...। কিন্তু...’‌ এই বলে একটা ইমোজি। যেখানে বিজেপি এখন তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ সেখানে সিপিআইএম–কে আক্রমণ করার অর্থ অনেকেই বুঝতে পারছেন না। তবে হাসির রোল উঠেছে।

নেটিজেনরা ঠিক কী বলছেন?‌ এই ফেসবুক পোস্টের পর ঝড়ের গতিতে কমেন্ট আর লাইক পড়তে শুরু করে। নেটিজেনরা আবার দেবাংশুকে জিজ্ঞাসা করেন, ‘‌দশা কেটে গেলে হোয়াটসঅ্যাপ ফিরবে। তার মানে সিপিআইএম ফিরবে বলছেন?’‌ জবাবে দেবাংশু বলেন, ‘‌সিপিআইএমের তো এটাই সমস্যা। বিজ্ঞাপনের নীচে ছোট্ট করে স্টার দিয়ে লেখা বিধিসম্মত সতর্কীকরণ তারা খেয়াল করে না কখনই। যেমন আপনি ‘‌কিন্তু’‌–টা খেয়াল করেননি। এগুলি খেয়াল করতে হবে তো! না হলে প্রত্যেকবারই ভোটের সময় টুম্পারা ধোঁকা দিয়ে যাবে!’‌ দেবাংশুকে সমর্থন করে আবার একজন বলেন, ‘‌হোয়াটসঅ্যাপ তাও মানুষের দৈনন্দিন জীবনে কাজে লাগে দেবাংশুদা। এখন হোয়াটসঅ্যাপ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আ্যাপ। কিন্তু, সিপিআইএম তো গুরুত্বহীন!’‌

ঠিক কী ঘটেছিল হোয়াটসঅ্যাপে?‌ আজ, মঙ্গলবার দুপুর পৌনে ১টা থেকে হঠাৎ বন্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপ। আর মেসেজিং অ্যাপ কাজ করা বন্ধ হতেই তোলপাড় হযে যায় গোটা বিশ্ব। কারণ কোনও বার্তা পাঠানো এবং প্রবেশ করা বন্ধ হয়ে যায়। হৈচৈ পড়ে যায় সর্বত্র। প্রায় দু’‌ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয় পরিষেবা। বেলা ২:‌৩০ নাগাদ ফের মেসেজ পরিষেবা চালু হয়। ঢুকতে শুরু করে হোয়াটসঅ্যাপ। আর মেসেজে ডবল টিক দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন গ্রাহকরা।

বন্ধ করুন