বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Debangshu Bhattacharya: ‘‌সত্যি সত্যিই ঢাকি সমেত বিসর্জন হয়ে গেল’‌, বিচারপতিকে টুইট খোঁচা দেবাংশুর‌

Debangshu Bhattacharya: ‘‌সত্যি সত্যিই ঢাকি সমেত বিসর্জন হয়ে গেল’‌, বিচারপতিকে টুইট খোঁচা দেবাংশুর‌

তৃণমূল কংগ্রেসের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য।

নিয়োগ দুর্নীতির মামলায় সেটাই ছিল সবচেয়ে বিস্ফোরক মন্তব্য। যা বিচারপতির চেয়ারে বসে করেছিলেন তিনি। ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার গোটা প্যানেল বাতিলের হুঁশিয়ারি দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন, ‘আমি ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব।’

গত বছরের ডিসেম্বর মাস। কলকাতা হাইকোর্টের এজলাস থেকে একটা কড়া মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যা নিয়ে রাজ্য–রাজনীতিতে তুমুল আলোড়ন পড়ে গিয়েছিল। নিয়োগ দুর্নীতির মামলায় সেটাই ছিল সবচেয়ে বিস্ফোরক মন্তব্য। যা বিচারপতির চেয়ারে বসে করেছিলেন তিনি। ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার গোটা প্যানেল বাতিলের হুঁশিয়ারি দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন, ‘আমি ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব।’ আর আজ যখন সুপ্রিম কোর্ট তাঁকে নিয়োগ দুর্নীতির মামলাগুলি থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল তখন এই মন্তব্যই ফিরিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য।

ঠিক কী বলেছিলেন বিচারপতি?‌ নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলাকালীন একের পর এক নতুন তথ্য বেরিয়ে আসছিল। আর সেইসব অভিযোগ শুনে তখন বেজায় ক্ষুব্ধ হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তখন তিনি বলেছিলেন, ‘প্যানেলকে স্বচ্ছ করার যত চেষ্টা করছি তত নতুন নতুন দুর্নীতি বেরোচ্ছে। এরকম চলতে থাকলে ২০১৬ সালের ৪২,৫০০ জনের গোটা প্যানেলই বাতিল করে দেব। ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব। যেদিন সেই নির্দেশ দেব, সেদিনই এই কথার মানে ব্যাখ্যা করব।’ যদিও সেই সুযোগ তিনি হারালেন বলে মনে করা হচ্ছে।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ নিয়োগ দুর্নীতির মামলা চলাকালীন সংবাদমাধ্যমে সেই মামলা নিয়েই সাক্ষাৎকার দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সুপ্রিম কোর্টের এই নিয়ে পর্যবেক্ষণ, কোনও টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে থাকলে সেই সম্পর্কিত মামলার শুনানির যাবতীয় অধিকার হারিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত ২৪ এপ্রিল সুপ্রিম কোর্ট এমন কথাই বলেছিল। আর আজ, শুক্রবার সেই মামলার শুনানিতেই তাঁর এজলাস থেকে নিয়োগ দুর্নীতি সম্পর্কিত সমস্ত মামলা সরিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

ঠিক কী টুইট করেছেন দেবাংশু?‌ সর্বোচ্চ আদালতের নির্দেশ প্রকাশ্যে আসতেই একদিকে বিরোধীরা জোর ধাক্কা খেয়েছেন। কারণ ঢাকি সমেত বিসর্জন মন্তব্যে তাঁরাই বেশি অক্সিজেন পেয়েছিলেন। সবকিছুতেই সিবিআই তদন্ত চাইতেন। আর গোটা বিষয়টি নিয়ে টুইট করেছেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। অন্যদিকে টুইটে তিনি লেখেন, ‘‌সত্যি সত্যিই ঢাকি সমেত বিসর্জন হয়ে গেল! লক্ষ্মণ গণ্ডির বাইরে দাঁড়ানো ভেকধারী রাবণকে সীতাও সাধু ভেবেছিল। সীতার ভুল ভেঙেছিল অপহৃত হওয়ার পর। একই নিয়মে বাকিদেরও ভাঙবে। লাল সেলাম। ভালো থাকবেন কমরেড। ইতি, দেশের সংবিধানপ্রিয় এক নাগরিক।’‌

বন্ধ করুন