স্বাস্থ্যভবনের কাছে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মারধরের 'প্লট' তৈরি করা হচ্ছিল। একটি অডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস) শুনিয়ে এমনই অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি দাবি করেছেন, বাম এবং অতি বাম সংগঠনের তরফে সেই ‘প্লট’ তৈরি করা হচ্ছিল। আর অডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস) যে কথাবার্তা হয়েছে, তা থেকেই স্পষ্ট যে জুনিয়র ডাক্তারদের মারধর করে রাজ্যের শাসক তৃণমূলের নাম দোষ চাপানোর ছক করা হয়েছিল বলে দাবি করেন কুণাল। যদিও বিরোধীদের দাবি, এটা তৃণমূলেরই চক্রান্ত।
‘ভয়ংকর কথোপকথন হাতে এসেছে’, দাবি কুণালের
কুণাল বলেন, 'সাহেব অর্ডার করেছে সল্টলেক ওড়ানোর জন্যে, অর্ডার করলে উড়িয়ে দে। ভয়ংকর কথোপকথন হাতে এসেছে, ওদের সূত্রেই। রাজ্য সরকার ও তৃণমূলকে সমস্যায় ফেলতে বামপন্থী এক যুব সংগঠন ও এক অতি বাম সংগঠনের চক্রান্ত। ডাক্তারদের ধরনায় হামলার (ছক)। ঘটনাস্থলে যাতায়াত বিজেপির যুবনেতাদেরও। পূর্ণাঙ্গ সংলাপে আরওস্পষ্ট রূপরেখা। পুলিশ, প্রশাসন নজর দিক। ওখানে বহিরাগত প্রবেশ থামানো হোক।'
ভাইরাল অডিয়োয় কী শোনা গিয়েছে?
প্রথম কণ্ঠ: সাহেব অর্ডার করেছে (থেমে), সল্টলেক (থেমে) ওড়ানোর জন্য।
দ্বিতীয় কণ্ঠ: অর্ডার করলে করে দে। কিন্তু ….।
প্রথম কণ্ঠ: সবাই প্রশ্ন করছে।
দ্বিতীয় কণ্ঠ: কারা?
প্রথম কণ্ঠ: যারা আছে, পার্টনাররা।
দ্বিতীয় কণ্ঠ: বলেছে যখন, কিছু একটা ভেবেই তো বলেছে।
প্রথম কণ্ঠ: অঙ্ক কিছু মিলছে না আমার। আমি এত বছর এই কাজ করেছি। আমার কোনওদিন ভয়ডর লাগেনি। কিন্তু এখন এটা বিবেকে লাগছে। করাটা ঠিক হবে? এরা তো লোকের জীবন বাঁচায়।
দ্বিতীয় কণ্ঠ: তোকে তো ‘ফাইট টু ফিনিশ’ করতে বলেনি।
প্রথম কণ্ঠ: ছেলেরা মদ খেয়ে যায়। এবার মারতে গিয়ে যদি কোনও একটা বেহাত কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয় না।
দ্বিতীয় কণ্ঠ: সেটা ওকে বল, আমার এরকম মনে হচ্ছে, কী করব?
প্রথম কণ্ঠ: বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম। বাপ্পাদা বলল, জানোয়ার হয়ে যাইনি এখনও। কিছু ….
দ্বিতীয় কণ্ঠ: ওই মতো করেই কর।
প্রথম কণ্ঠ: দাদু বলছে নবান্নে মিটিং হয়নি। ওরা তো ফেরত চলে আসবে সল্টলেকে। ভাববে যে শাসক মারটা মেরেছে। কী বলল কথাটা কিছু বুঝলে?
দ্বিতীয় কণ্ঠ: হ্যাঁ, আমি বুঝে গিয়েছি। আমি বুঝে গিয়েছি।
প্রথম কণ্ঠ: বলছে পুরো দোষটা দিয়ে আরও বড় অশান্তি পাকানো যাবে। কিন্তু কলকাতার কাউকে না নিতে, সব বাইরের।
দ্বিতীয় কণ্ঠ: আচ্ছা।
প্রথম কণ্ঠ: ঠিক আছে দেখছি ওরা তো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে। আমরা টিভি দেখছি কনটিনিউ। কী করব? মাথা-ফাথা ফাটানোটা ঠিক হবে?
দ্বিতীয় কণ্ঠ: দেখ, খানিকটা যদি কিছু করা যায়। খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করিয়েছে।
প্রথম কণ্ঠ: দেখছি। আর একবার। দরকার হলে বাপ্পার কাছে যাচ্ছি আমি।