এবার সরাসরি প্রধান বিচারপতির জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বাংলার ইতিহাস ভূগোল জানেন না বলে মন্তব্য করেছেন। কারণ তিনি বাইরে থেকে বদলি হয়ে এখানে এসেছেন। অন্যদের কাছ থেকে ইতিহাস ভূগোলটা জেনে নেওয়া জরুরি বলে মনে করেন কুণাল ঘোষ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিযে এমনই মন্তব্য করলেন কুণাল ঘোষ। আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে একটি মামলায় শিক্ষা দুর্নীতির কথা উল্লেখ করেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। আর সেটার প্রেক্ষিতেই পাল্টা মন্তব্য করেন কুণাল ঘোষ।
কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। কারণ তাঁদের নানা সমস্যা হচ্ছে পঠনপাঠন চালিয়ে নিয়ে যেতে। এই পড়ুয়াদের দুটি অভিযোগ আছে। এক, বিশ্ববিদ্যালয়ের খাতায় অধীনস্থ সমস্ত কলেজের অনুমোদন পুনর্নবীকরণ করা হয়নি। তার জেরে কলেজের পড়ুয়ারা বিএড পরীক্ষায় বসতে পারছেন না বলে অভিযোগ। দুই, এনসিটিই গাইডলাইন অনুযায়ী কলেজে যে পরিকাঠামো থাকা প্রয়োজন, সেসবের পাঠবালাই নেই বলেও অভিযোগ। তারপরও কলেজ চলছে নিজস্ব নিয়মেই।
আরও পড়ুন: ‘দলে বড় সাংগঠনিক রদবদল হচ্ছে’, নিজের জন্মদিনে সাফ জানিয়ে দিলেন অভিষেক
বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যে অভিযোগ তোলেন তা মন দিয়ে শোনেন। পড়ুয়াদের যে ব্যাপক অসুবিধা এবং সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সেটা বুঝতে পারেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। শিক্ষা নিয়ে আগেও তাঁর বেঞ্চে নানা মামলা হয়। তাতে কড়া নির্দেশও দেন প্রধান বিচারপতি। এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, ‘দুর্নীতির অভিযোগে বন্ধ শিক্ষক নিয়োগ। পুলিশে কনস্টেবল নিয়োগও বন্ধ। কলেজেও এখন উঠছে দুর্নীতির অভিযোগ। এই সব কারণেই বাংলার ছেলেমেয়েরা বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে।’
রাজ্য সরকারের বিরুদ্ধে এমন কড়া পর্যবেক্ষণ এবং মন্তব্য ভালভাবে নেননি তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি পাল্টা তোপ দেগে দিয়েছেন। যা নিয়ে কলকাতা হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে পড়তে পারেন তিনি। প্রধান বিচারপতির মন্তব্য নিয়ে কুণাল ঘোষের বক্তব্য, ‘আমি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, উনি এই রাজ্যের ইতিহাস ভূগোল জানেন না। বাম জমানার সময় একের পর এক মামলা হয়েছে। তখন নথি ছিল না, চিরকূটে সবকিছু হতো। তাই কিছুই জানা যেত না। এখন কম্পিউটার আছে বলে সব জানা যায়। বাম জমানায় শিল্প বলে কিছু ছিল না। কম্পিউটার ঢুকতে দেয়নি। আর এই বিচারপতি বদলি হয়ে এসেছেন। অন্যদের কাছ থেকে ইতিহাস ভূগোল জেনে নেওয়া উচিত।’