বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Partha Chatterjee: ‘‌এই কথা এতদিন বলেননি কেন পার্থ?’‌ কড়া ভাষায় বিঁধলেন কুণাল ঘোষ

Partha Chatterjee: ‘‌এই কথা এতদিন বলেননি কেন পার্থ?’‌ কড়া ভাষায় বিঁধলেন কুণাল ঘোষ

কুণাল ঘোষ। (ছবি পিটিআই ফাইল)

গ্রেফতার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় প্রথম বলেছিলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। তারপর বললেন, দলের সিদ্ধান্ত সঠিক কিনা তা সময় বলবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত সঠিক। এখন আবার বলছেন, ‘আমার কোনও টাকা নেই’। অথচ এই টাকা কার?‌ তা তিনি খোলসা করেননি। 

অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। এখন প্রশ্ন উঠছে, এই টাকা কার?‌ ইডি আধিকারিকদের অর্পিতা জানিয়েছেন, এই টাকা তাঁর নয়। টাকা পার্থের। আর পার্থ চট্টোপাধ্যায় আজ, রবিবার সংবাদমাধ্যমে জানান, তাঁর টাকা নেই। দু’‌জনেই বলছেন এই টাকা তাঁদের নয়। তাই এখন রাজ্য–রাজনীতিতে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

ঠিক কী বলেছেন পার্থ চট্টোপাধ্যায়?‌ আজ, রবিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে আসা হয় তাঁদের। তখন পার্থ চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমের সামনে দাবি করলেন, উদ্ধার হওয়া টাকা তাঁর নয়। এদিন ফের তাঁর গলায় শোনা যায় ষড়যন্ত্রের তত্ত্ব। তিনি এদিন বলেন, ‘আমার কোনও টাকা নেই। সময় এলে বুঝবেন।’ তা হলে অর্পিতার বাড়িতে উদ্ধার হওয়া টাকা কার? কী ইঙ্গিত পার্থর?

কী বলছেন কুণাল ঘোষ?‌ পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্যের পর এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের পাল্টা প্রশ্ন, ‘তাঁর টাকা নেই, এই কথা এতদিন বলেননি কেন পার্থ? পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে দলের একটা সিদ্ধান্ত হয়ে গিয়েছে। প্রথম যখন সুযোগ পেলেন, তখন চক্রান্ত, নির্দোষ বললেন না। হঠাৎ দু’‌দিন ধরে তিনি চক্রান্ত, আমার টাকা নয়— এই সব বলছেন। যেখানে দলের সিদ্ধান্ত হয়ে গিয়েছে, সেখানে পার্থদা কবে কী বলছেন, সে নিয়ে বলব না কিছু। কখনও হয়তো বলবেন আমি পার্থ চট্টোপাধ্যায় কি না নিজেই জানি না। অর্পিতা মুখোপাধ্যায়কে চিনি না। ওঁর যা বক্তব্য আদালতে বলুন। এসব কথা উনি প্রথম দিন কেন বলেননি?’

উল্লেখ্য, গ্রেফতার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় প্রথম বলেছিলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। তারপর বললেন, দলের সিদ্ধান্ত সঠিক কিনা তা সময় বলবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত সঠিক। এখন আবার বলছেন, ‘আমার কোনও টাকা নেই’। অথচ এই টাকা কার?‌ তা তিনি খোলসা করেননি। তবে আইন অনুযায়ী, কোনও ব্যক্তি হেফাজতে থাকলে তাঁর বক্তব্যের মূল্য থাকে না।

বাংলার মুখ খবর

Latest News

হোলির এক সপ্তাহ আগে শুরু হয় লাঠমার হোলি, জেনে নিন এর পিছনের পৌরাণিক ইতিহাস আপাতত সিএএ বিধির ওপর স্থগিতাদেশে 'না', মামলায় কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের অসমের বিশ্ববিদ্যালয়ে সিএএ নিয়ে এবিভিপির বিতর্কসভা, চরম মারপিট, জখম ৬ রাজ্যের ২ মন্ত্রীর বাড়িতে ইডি পাঠানোর হুমকির অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ হয়ে শরীরে ঢুকলেই পরম শান্তি! কীসে প্রীতি জিন্টা পেলেন স্বর্গসুখ দক্ষিণভারতে আরও শক্ত হচ্ছে বিজেপির হাত, পিএমকের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত T20 WC 2024-এ কোহলিকে খেলতেই হবে, IPL 2024 এর আগে কেন এমন বললেন এমএসকে প্রসাদ? সুরা খানকে ভাই বিয়ে করুক চাননি অর্পিতা-আলভিরা? গুঞ্জন উড়িয়ে আরবাজ বললেন কী? ২৪ ঘণ্টা যেতে না যেতেই ফের রাজ্যের ডিজিপি বদল, বিবেকের পর কাকে আনল কমিশন? কীভাবে পরিষ্কার করবেন ঘরের মেঝে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.