বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘‌ইডির টাকা উদ্ধারের সঙ্গে তৃণমূলের যোগ নেই’‌, দাবি কুণালের, ‘‌এ তো শুধু ট্রেলার’‌, পাল্টা শুভেন্দু

‘‌ইডির টাকা উদ্ধারের সঙ্গে তৃণমূলের যোগ নেই’‌, দাবি কুণালের, ‘‌এ তো শুধু ট্রেলার’‌, পাল্টা শুভেন্দু

পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়

এই ঘটনা নিয়ে ইডি’‌র টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করা হয়। সেখানে লেখা হয়, ‘পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।’ এই টুইটের সঙ্গে প্রচুর পরিমাণে নগদ টাকার ছবি পোস্ট করা হয়েছে।

মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের বাড়ি থেকে ২০ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। আজ, শনিবার বেলঘরিয়া থেকে বিপুল পরিমাণ সম্পত্তি উদ্ধার হয়েছে। এই পরিস্থিতিতে গোটা রাজ্যে হইচই পড়ে গিয়েছে। তাই তৃণমূল কংগ্রেসের এই বিষয়ে অবস্থান কী?‌ তা বাংলার মানুষ জানতে চায়। এই ২০ কোটি টাকা উদ্ধারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই বলে টুইট করে জানালেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

ঠিক কী লিখেছেন তিনি টুইটে?‌ এই ঘটনা নিয়ে কুণাল ঘোষ টুইটে লেখেন, ‘ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই। এই তদন্তে যাঁদের নাম আসছে, এই সংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাঁদের বা তাঁদের আইনজীবীদের। কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে?‌ দল তা নজর রাখছে। যথা সময়ে বক্তব্য জানাবে।’

ঠিক কী বলছে ইডি?‌ এই ঘটনা নিয়ে ইডি’‌র টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করা হয়। সেখানে লেখা হয়, ‘পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।’ এই টুইটের সঙ্গে প্রচুর পরিমাণে নগদ টাকার ছবি পোস্ট করা হয়েছে ইডি’‌র টুইটার হ্যান্ডেল থেকে।

ঠিক কী প্রতিক্রিয়া বিরোধী দলনেতার?‌ এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও টুইট করেছেন। তিনি লেখেন, ‘এসএসসি দুর্নীতি–কাণ্ডে বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকা নগদ উদ্ধার করেছে ইডি। সূত্রের দাবি, জাতীয় প্রতীকের ছবি লাগানো রাজ্য শিক্ষা দফতরের এনভেলপে ওই টাকা মিলেছে। গিল্টি অব অ্যাসোসিয়েশন (সঙ্গ দোষ)। একটি আইনি পরিভাষা, যা বোঝায় তথ্য প্রমাণের ভিত্তিতে নয়, যখন কারও সঙ্গে পরিচয় থাকার ভিত্তিতে কেউ অভিযুক্ত হয়। এমনিই বললাম। এ তো শুধু ট্রেলার। পুরো ছবি এখনও বাকি রয়েছে।’

বন্ধ করুন