গতকাল থেকেই 'মেয়েদের রাত দখল'-এর কর্মসূচিকে 'নাটক' আখ্যা দিয়ে আসছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আজ ফের একবার এই নিয়ে সরব হলেন তিনি। এই আন্দোলনে সাধারণ মানুষ যাতে অংশ না নেয়, তার জন্যে কার্যত নিজের যুক্তি সাজালেন। আজ সকালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্ট করে কুণাল প্রথমে লেখেন, 'প্রতিবাদ, নিন্দা সবাই করছি। করা উচিত। ন্যায়বিচার সবাই চাইছি। সরব সবাই হচ্ছি। কিন্তু সিপিএম-বিজেপির বকলমা রাজনৈতিক ইভেন্টে সামিল হবেন না। ওদের জমানার পরপর এইসব ঘটনা। এখন সাধু সাজছে আবেগকে বিভ্রান্ত করে। রাতে যতজন নাটকে থাকবেন তার কয়েক গুণ মহিলা রোজ রাতে পেশাগত কাজে থাকেন।' (আরও পড়ুন: দেরিতে ঘুম ভাঙে পুলিশের, RG করের প্রাক্তন অধ্যক্ষকে করা হয় তলব, তবে যাননি সন্দীপ)
আরও পড়ুন: স্বচ্ছতার আশ্বাস দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা? RG কর নিয়ে উঠল অভিযোগ, চিঠি CBI-কে
আরও পড়ুন: নড্ডার সঙ্গে সাক্ষাৎ, আরজি কর কাণ্ডে কর্মবিরতি প্রত্যাহার চিকিৎসক সংগঠনের
এরপর অপর একটি পোস্টে কুণাল লেখেন, 'আমিও গোড়া থেকে প্রতিবাদ করেছি।বিতর্কিত অডিও পোস্ট করেছি। জানোয়ার/গুলোর ফাঁসি হোক। বহু ধর্ষণ ও খুন বাম-রাম জমানায়। তাদের তৈরি ইভেন্টে নাম লিখিয়ে বিপ্লবী সাজা উচিত নয়। নিরপেক্ষতা চাইলে পোস্টারে কোচবিহার, বানতলা, ধানতলা, সিঙ্গুর, নন্দীগ্রাম, উন্নাও, হাথরাস, বিলকিস রাখুন।' এর আগে গতরাতেও এই কর্মসূচিকে কটাক্ষ করে বাম-বিজেপিকে তোপ দেগেছিলেন কুণাল। লিখেছিলেন, 'এর পরের দাবি: দিনে ভোট হলে আমরা হারি, তাই রাতে ভোট চাই। ভোটার, রাত দখল করো। সৌজন্যে: রাম-বাম।' (আরও পড়ুন: বাতিল ১৫ অগস্টের ছুটি, মুজিবের ইতিহাস মুছতে মরিয়া ইউনুসের বাংলাদেশ!)
আরও পড়ুন: UK-তে দাঙ্গা থামার নাম নেই, ধৃত ১০২৪! মামলা ১১-র নাবালক থেকে ৬৯-এর বৃদ্ধের নামে
আরও পড়ুন: সীমান্তে ভিড় হাজার হাজার বাংলাদেশি হিন্দুর, BGB-র সাথে ৮৩টি বৈঠক BSF-এর
এদিকে কুণাল সোজা কথায় এই আন্দোলনে সামিল না হওয়ার জন্যে সাধারণ মানুষকে অনুরোধ জানালেও তাঁরই দলের সাংসদ এই কর্মসূচিতে যোগ দেবেন বলে ঘোষণা করে দিয়েছেন। আরজি করের ঘটনার প্রতিবাদে এই আন্দোলনে যোগদানের ইচ্ছে প্রকাশ করে এবার বড় ঘোষণা করলেন ঘাসফুল শিবিরের সাংসদ সুখেন্দুশেখর রায়। এদিকে কলকাতা পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডয়ের তৃণমূল কাউন্সিলর সোমা চৌধুরীও ফেসবুকে পোস্ট করেছেন রাত দখলের আন্দোলন নিয়ে। সোশ্যাল মিডিয়ায় সুখেন্দুশেখর লেখেন, 'আমিও প্রতিবাদে যোগ দেব। কেন না লক্ষ লক্ষ বাঙালির মতো আমিও এক জন মেয়ের বাবা, নাতনির দাদু। আমাদের এ বিষয়ে সরব হতে হবে। মেয়েদের বিরুদ্ধে হিংসা অনেক হয়েছে। চলুন সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে। যাই হোক না কেন।' এদিকে ৩৭ নম্বর ওয়ার্ডয়ের তৃণমূল কাউন্সিলর সোমা চৌধুরী এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, 'নারীদের সম্মান-প্রাণ বাঁচাতে দলবদ্ধ হন'।