সর্বহারার নেতার ২২ লাখ টাকার গাড়ি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এমনকী টুইট করে সমস্ত তথ্য প্রকাশ্যে এনে দিয়েছিলেন। তাতে বিড়ম্বনা বেড়েছিল শতরূপ ঘোষের। বাধ্য হয়ে ছুটে গিয়ে আলিমুদ্দিনের পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করতে হয়েছিল। সেখানে কুণাল ঘোষ এবং তাঁর দলকে বাপ–বাপান্ত করেছিলেন যুবনেতা। তার জন্য এবার সিপিএমের তরুণ নেতা শতরূপ ঘোষকে আইনি নোটিশ পাঠালেন কুণাল ঘোষ। সুতরাং ঘোষ অ্যান্ড ঘোষ লড়াইয়ে সরগরম রাজ্য–রাজনীতি।
ঠিক কী আছে সেই নোটিশে? আজ, বৃহস্পতিবার কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী শতরূপ ঘোষকে আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছেন। সেখানে স্পষ্ট বলেছেন, ৭২ ঘন্টার মধ্যে সিপিএম যুবনেতা শতরূপ ঘোষকে ক্ষমা চাইতে হবে। নোটিশে উল্লেখ করা হয়েছে, শতরূপ ঘোষ সাংবাদিক বৈঠক এবং সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষের প্রয়াত বাবাকে টেনে অশালীন কথা বলেছেন। আর তাতে অসম্মান করা হয়েছে। এই নোটিশের কথা প্রকাশ্যে আসায় জোর চর্চা শুরু হয়েছে।
আর কী জানা যাচ্ছে? শতরূপ ঘোষের পাশাপাশি আইনি নোটিশ পাঠানো হয়েছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকেও। কারণ কুণালের বক্তব্য, ‘শতরূপ সেদিন সাংবাদিক সম্মেলন করেছিলেন আলিমুদ্দিন স্ট্রিটের সিপিএম রাজ্য দফতরে বসে। সেখানেই থাকেন বিমানবাবু। আর মহম্মদ সেলিম এখন পার্টি অফিসের কর্তা। সেখানে বসে প্রকাশ্যে কুৎসা এবং কুরুচিকর মন্তব্য করা হয়েছে। যা বিমানবাবু–সেলিমদের অনুমোদন ছাড়া সম্ভব নয়।’
আর কী বলেছেন কুণাল? চিরকূটে চাকরি থেকে সিপিএম নেতার সম্পত্তি নিয়ে এখন রাজ্য–রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। প্রায় রোজই একটা করে চিরকূট সামনে আনা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ই–মেল আইডি খোলা হয়েছে। সেখানে জমা পড়ছে নানা গোপন চিরকূট। আর তা নিয়েই কুণাল–শতরূপ দ্বন্দ্ব। কুণাল ঘোষ বলেন, ‘শতরূপ ওইরকম কদর্য কথাবার্তা বলার ৪৮ ঘণ্টা পরেও সেলিমদা, বিমানদারা নিন্দা করেননি। এতে প্রমাণিত, ওঁরা এই কুৎসার সমর্থক এবং পৃষ্ঠপোষক।’ এখন দেখার এই আইনি নোটিশে জল কতদূর গড়ায়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup