বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘চ্যাপ্টার ক্লোজড’, শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে বাগ্‌যুদ্ধ মিটল কুণাল–কল্যাণের

‘চ্যাপ্টার ক্লোজড’, শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে বাগ্‌যুদ্ধ মিটল কুণাল–কল্যাণের

কুণাল ঘোষ। (Facebook)

এই টুইট থেকে ধরে নেওয়া হচ্ছে, কুণাল ঘোষের সঙ্গে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাগ্‌যুদ্ধে ইতি পড়ল।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ব্যক্তিগত মতকে খোঁচা দিয়েছিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাতে ফুঁসে উঠেছিলেন দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। অভিষেকের পাশে দাঁড়িয়েছিলেন সাংসদ সৌগত রায়, অপরূপা পোদ্দার–সহ অন্যান্যরা। এই পরিস্থিতিতে শুক্রবার কুণাল ঘোষ টুইট করেছেন। সেখানে তিনি উল্লেখ করেন, অধ্যায় সমাপ্ত (‘চ্যাপ্টার ক্লোজড’)। সঙ্গে একটি হাসির ইমোজি। এই টুইট থেকে ধরে নেওয়া হচ্ছে, কুণাল ঘোষের সঙ্গে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাগ্‌যুদ্ধে ইতি পড়ল।

সূত্রের খবর, কুণাল–কল্যাণ বাগ্‌যুদ্ধ উপর মহল থেকে থামানো হয়েছে। কারণ না হলে দলের অন্দরে বিভাজন তৈরি হচ্ছিল। যেহেতু কুণাল আগ বাড়িয়ে কল্যাণের মন্তব্যের বিরোধিতা করেছিলেন তাই তাঁকেই সমঝোতার রাস্তায় হাঁটতে বলা হয়েছে। তবে এই সিদ্ধান্ত নেওয়ার সময়ের মধ্যে দলের অন্দরে কল্যাণ বিরোধিতা বেড়ে গিয়েছে। ঠিক হয়েছে, কারও কিছু বলার থাকলে তা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে হবে। প্রকাশ্যে বিবৃতি দেওয়া চলবে না।

কয়েকদিন আগে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আগামী দু’মাস সব রাজনৈতিক–ধর্মীয় কর্মসূচি বন্ধ রাখা উচিত। এটা অবশ্য তাঁর ব্যক্তিগত মত বলেও উল্লেখ করেছিলেন। এই নিয়েই বাঁধে বিতর্ক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এই পদ সর্বক্ষণের। এখানে কোনও ব্যক্তিগত মতের জায়গা নেই। এটা সরসারি রাজ্য সরকারকে চ্যালেঞ্জ জানানোর সামিল।

তার প্রেক্ষিতে কুণাল ঘোষ বলেছিলেন, ‘‌দলের সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই রয়েছেন অভিষেক। অভিষেকের মতো নেতা কিছু বললে দলের সাধারণ সৈনিক হিসেবে তা আমাদের চুপ করে শোনা উচিত। কোনও মন্তব্য করার আগে সব দিক ভেবে দেখা উচিত।’ পাল্টা জবাব দিয়ে কল্যাণ বলেছিলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে নেতা বলে মানি না। যে যার পদে আছে, সেই পদকে সম্মান করি। কিন্তু নেতা বলে মানি না। অভিষেক যদি ত্রিপুরা আর গোয়া জিতিয়ে দেখাতে পারেন, তাহলে ওঁকে নেতা বলে মেনে নেব।’ এই পরিস্থিতিতে দু’পক্ষের বিরোধ মেটাতে আসরে নামেন এক প্রাক্তন রাজ্যসভার সাংসদ এবং এক মন্ত্রী। তাঁদের ফোনেই বিষয়টি আপাতত মিটেছে। এমনকী খোদ তৃণমূল সুপ্রিমো বিষয়টি দেখতে বলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। গোলমাল মেটাতে দুই পক্ষের সঙ্গেই কথা বলেন দলের শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান পার্থ বলে সূত্রের খবর।

বাংলার মুখ খবর

Latest News

‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি 'কংগ্রেস কি লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি', কোন ইস্য়ুতে তোপ মোদীর কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য একই আসনে জোড়া প্রার্থী বিজেপির, দেবাশিসের পর এলেন দেবতনু, জমা পড়ল মনোনয়ন কাঙ্কের লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য রাজনন্দগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: হারের হ্যাটট্রিক আটকানোই টার্গেট বাঘেলের রাহুল,হেমাদের ভাগ্য নির্ধারিত হবে দ্বিতীয় দফার ভোটে,নজরকাড়া কেন্দ্র কোনগুলি? ভাগলপুর লোকসভা কেন্দ্র ২০২৪: একদা গড়ে ফের জয়ের আশায় কংগ্রেস কাটিহার লোকসভা কেন্দ্র ২০২৪: অতীতে বারবার হয়েছে হাতবদল, এবার প্রেস্টিজ ফাইট ১৯বলে ঝোড়ো অর্ধশতরান,উথাপ্পার নজির ছুঁলেন পাতিদার,অল্পের জন্য মিস গেইলের রেকর্ড

Latest IPL News

মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.