বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > K‌unal Ghosh: কলকাতা হাইকোর্টে গেলেন কুণাল ঘোষ, কেন আদালতের দুয়ারে তৃণমূল নেতা?

K‌unal Ghosh: কলকাতা হাইকোর্টে গেলেন কুণাল ঘোষ, কেন আদালতের দুয়ারে তৃণমূল নেতা?

কুণাল ঘোষ।

এখন সোমবার বিদেশযাত্রার অনুমতি চেয়ে মামলা করলেন কুণাল ঘোষ। সেখানে যেতে তাঁকে অনুমতি দেওয়া হবে কিনা সেটা এখন বিচার্য বিষয়। এখন রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির বাড়বাড়ন্ত শুরু হয়েছে। তাই শাসকদলের নেতা–নেত্রী এবং তাঁদের আত্মীয়দের বিদেশে যেতে দিতে চাইছেন না।

আজ, সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করলেন তৃণমূল কংগ্রেসের এই মুখপাত্র। সারদা মামলায় এখন জামিনে রয়েছেন কুণাল ঘোষ। বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে সোমবার এই মামলার শুনানি ছিল।

এদিন সিবিআই এই বিষয়ে তাদের বক্তব্য জানানোর জন্য সাতদিন সময় চেয়েছে কলকাতা হাইকোর্টের কাছ থেকে। তাই আগামী ১০ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। এই বিষয়ে সিবিআই কুণাল ঘোষকে অনুমতি দিতে চায় না সিবিআই। সেটা বুঝতে পেরেই সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক।

কোথায় যেতে চান কুণাল ঘোষ? তৃণমূল কংগ্রেসের এই নেতার ছেলে অত্যন্ত মেধাবী। তিনি এখন গবেষণার জন্য মার্কিন মুলুকে রয়েছেন। যদিও কুণাল ঘোষ আমেরিকা যাওয়ার আবেদন করেননি। তিনি সিঙ্গাপুর যাওয়ার অনুমতি চেয়েছেন। আর তাতেই আপত্তি সিবিআইয়ের। সারদা মামলায় আগেই জামিন পেয়েছেন কুণাল ঘোষ। তারপর ফিরেছেন রাজনীতির মূলস্রোতে। তবে আদালত যে শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিয়েছিল তার মধ্যে অন্যতম একটি হল, তিনি বিদেশ যেতে পারবেন না। সেখানে এখন তিনি বিদেশেই যেতে চেয়ে আবেদন করেছেন।

আর কী জানা যাচ্ছে?‌ এখন সোমবার বিদেশযাত্রার অনুমতি চেয়ে মামলা করলেন কুণাল ঘোষ। সেখানে যেতে তাঁকে অনুমতি দেওয়া হবে কিনা সেটা এখন বিচার্য বিষয়। এখন রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির বাড়বাড়ন্ত শুরু হয়েছে। তাই শাসকদলের নেতা–নেত্রী এবং তাঁদের আত্মীয়দের বিদেশে যেতে দিতে চাইছেন না। সেখানে এমন আবেদন বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বন্ধ করুন