একুশের নির্বাচনে যে কেন্দ্রগুলি নজরকাড়া ছিল তার মধ্যে একটি নন্দীগ্রাম। যেখানে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। এই নির্বাচনের ফলাফল নিয়ে এখন কলকাতা হাইকোর্টে মামলাও চলছে। তার মধ্যেই বিস্ফোরক দাবি করলেন তৃণমূল কংগ্রেস নেতা তথা ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়।
ঠিক কী বলেছেন রাজীব? আজ, শনিবার ক্যামাক স্ট্রিটের অফিসে বসে রাজীব বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমে বলেন, ‘নন্দীগ্রামে আমি হেরে গিয়েছি। আমাকে এমনটাই বলেছিলেন শুভেন্দু অধিকারী। ভোটের দিন আমাকে ফোনে শুভেন্দু অধিকারী বলেছিলেন তিনি হেরে গিয়েছেন। কিন্তু পরে কীভাবে তিনি জিতে যান? তা জানি না।’
এই মন্তব্য যখন রাজীব করছিলেন তখন পাশে বসেছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এই নির্বাচনের ফলাফল প্রথমে আসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গিয়েছেন। আর কিছুক্ষণ পরেই অন্ধকার হয়ে যায় গণনাকেন্দ্র। তারপরই ফল ঘোষণা হয় নন্দীগ্রামে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। আর তাঁকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অভিনন্দন জানান টুইট করে।
রাজীব বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে সমর্থন করে জয়প্রকাশ মজুমদার বলেন, ‘২ মে বিকেল ৫টায় আমি সাংবাদিক সম্মেলন করে বলি মাননীয়া নন্দীগ্রামে জিতে গিয়েছেন। আর আমাদের প্রার্থী শুভেন্দু নন্দীগ্রামে পরাজিত হয়েছেন। কিন্তু পরে শুভেন্দুকে আমি যখন বলি তুমি তো হেরে গিয়েছিলে। আবার জিতলে কীভাবে? জবাবে তিনি রহস্যময় হাসি হেসে বলেন, অনেক কিছু করতে হয়েছে।’