বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ওড়িশার গোপালপুর থেকে গ্রেফতার রাজু–সহ ৪, বেলেঘাটায় গুলিকাণ্ডে ধৃত তৃণমূল নেতা

ওড়িশার গোপালপুর থেকে গ্রেফতার রাজু–সহ ৪, বেলেঘাটায় গুলিকাণ্ডে ধৃত তৃণমূল নেতা

তৃণমূল কংগ্রেস নেতা রাজু নস্করকে গ্রেফতার করল পুলিশ।

সেটা যে দলেরই নেতা হোক না কেন। আর তার পর অবশেষে গ্রেফতার হলেন মূল অভিযুক্ত রাজু নস্কর। এই ঘটনার পর রাজু ওড়িশায় গা–ঢাকা দিয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না। ওড়িশার গোপালপুরের হোটেলে গোপনে থাকছিল রাজু–সহ চারজন। রাজু এবং তার তিনজন শাগরেদকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা।

বেলেঘাটায় গুলিকাণ্ডে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা রাজু নস্করকে গ্রেফতার করল পুলিশ। একসপ্তাহের মাথায় ওড়িশার গোপালপুর থেকে গ্রেফতার করা হল রাজু–সহ চারজনকে। তাঁদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। কলকাতার বেলেঘাটায় গুলি চালানোর ঘটনার একসপ্তাহের মাথায় গ্রেফতার হল ঘটনার মূল অভিযুক্ত রাজু নস্কর। তৃণমূল নেতা রাজু নস্করের বিরুদ্ধে তৃণমূল কার্যালয়ে আগ্নেয়াস্ত্র মজুতের অভিযোগ উঠেছিল। ইতিমধ্যেই এই গুলি চালানোর ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ।

এদিকে এই ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য–রাজনীতি। বিরোধীরা সরব হয়েছিল এই ঘটনায় গ্রেফতার করার দাবিতে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছিল, দোষীকে রেয়াত করা হবে না। সেটা যে দলেরই নেতা হোক না কেন। আর তার পর অবশেষে গ্রেফতার হলেন মূল অভিযুক্ত রাজু নস্কর। এই ঘটনার পর রাজু ওড়িশায় গা–ঢাকা দিয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না। ওড়িশার গোপালপুরের হোটেলে গোপনে থাকছিল রাজু–সহ চারজন। রাজু এবং তার তিনজন শাগরেদকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা।

অন্যদিকে গত রবিবার বেলেঘাটার ৩৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়। রাজু নস্কর এবং অলকানন্দা দাসের অনুগামীদের মধ্যে তুমুল মারপিঠ হয় বলে অভিযোগ। অলকের অনুগামীদের অভিযোগ, দলীয় কার্যালয়ে আগ্নেয়াস্ত্র মজুত করতেন রাজু। রাজুর অফিসে গেলে সেখান থেকে গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ করে অলকানন্দের গোষ্ঠী। এমনকী গুলিকাণ্ডে একজন আহতও হন। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন রাজু। বেলেঘাটার আলোছায়া এলাকায় তৃণমূল নেতা রাজু নস্করের পার্টি অফিসে হামলা চালায় অপর গোষ্ঠী। পালটা প্রতিরোধ গড়ে তোলে রাজু নস্করের লোকেরা। শুরু হয় তুমুল সংঘর্ষ। এমনকী সংঘর্ষ চলাকালীন রাজু নস্কর গুলি চালান বলে অভিযোগ। গুলি লাগে পিনকা নামে জেলেপাড়ার এক যুবকের গায়ে।

তারপর ঠিক কী ঘটল?‌ রাজুর বিরোধী শিবিরের দাবি, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা দেখিয়ে দিয়েছে রাজু নস্কর হিংসাত্মক কার্যকলাপের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন। যদিও রাজু নস্করের দাবি ছিল, ‘‌অফিস থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার ষড়যন্ত্র।’‌ বেলেঘাটায় সংঘর্ষের ঘটনার পরই ২১ জনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। কিন্তু মূল অভিযুক্ত রাজু ও তাঁর শাগরেদরা গা–ঢাকা দিয়েছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে অবশেষে তাঁদের ওড়িশা থেকে গ্রেফতার করল গুণ্ডা দমন শাখা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন