বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > টিকিট দিয়েও ফিরিয়ে নিল তৃণমূল, ক্ষুব্ধ সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা

টিকিট দিয়েও ফিরিয়ে নিল তৃণমূল, ক্ষুব্ধ সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা

প্রতীকি ছবি।

তনিমাদেবী বলেন, দেবাশিস কুমারের অফিস থেকে ফোন করে আমাকে জানানো হয়, ৬৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী নিয়ে কিছু সমস্যা হয়েছে। তাই পরে টিকিট দেওয়া হবে।

ফের তৃণমূলে টিকিট বিভ্রান্তি। সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়কে টিকিট ফিরিয়ে নিতে চলেছে দল। সূত্রের খবর এমনই। এই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তনিমাদেবী। তাঁর প্রশ্ন, টিকিট যদি সেই ফেরাবেই তাহলে দিল কেন?

গত শনিবার গভীর রাতে কলকাতা পুরভোটে তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশ হলে দেখা যায় ৬৮ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দিতা করছেন প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়। পরদিন দাদার ছবিতে প্রণাম করে প্রচারে নেমে পড়েন তিনি। গোল বাঁধে রবিবার। যদিও এদিন প্রচার করেছেন তিনি।

এদিন বিধায়ক দেবাশিস কুমারের কার্যালয় থেকে তৃণমূলের টিকিট বিলি চলছিল। সেখানে গিয়ে দলের প্রতীক সংগ্রহ করেন তনিমাদেবী। এর পর সিঁড়ি দিয়ে নামার সময় তাঁকে দাঁড় করানো হয়। প্রার্থী নিয়ে কিছু জটিলতা রয়েছে বলে জানিয়ে টিকিট ফিরিয়ে নেওয়া হয় তাঁর কাছ থেকে।

সূত্রের খবর, ৬৮ নম্বর ওয়ার্ডে বিদায়ী কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়কেই প্রার্থী করতে চলেছে তৃণমূল। শেষ পর্যন্ত তা সত্যি হলে ৮৯ জন বিদায়ী কাউন্সিলর তৃণমূলের টিকিট পাবেন। এই নিয়ে সুদর্শনাদেবী বলেন, প্রার্থীপদ নিয়ে দলের তরফে কেউ যোগাযোগ করেনি। সংবাদমাধ্যমেই সব শুনছি। 

বলে রাখি এর আগে ৬০ নম্বর ওয়ার্ডেও প্রার্থী বদলাতে হয়েছে তৃণমূলকে। টিকিট পেয়েছেন কাইজার আহমেদ।

 

বাংলার মুখ খবর

Latest News

'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায় কং প্রার্থীর তফশিলি শংসাপত্র খারিজ মনোনয়ন জমার শেষদিনে, ওয়াকওভার পেতে পারে NDA শাকিবের সঙ্গে চেঙ্গিজের মিল! ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই 'তুফান' তুলল মিমির ছবি পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না CAA-র জন্য 'যোগ্যতা সার্টিফিকেট' দিতে পারবেন স্থানীয় পুরোহিত, বড় দাবি রিপোর্টে ‌দিলীপের বিরুদ্ধে দায়ের হল এফআইআর, মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণের জের তৃণমূলের মৃতপ্রায় দশা, বললেন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.