বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Babul Supriyo: বিজেপির ‘‌রবীন্দ্রসন্ধ্যা’‌ নিয়ে বিস্ফোরক টুইট বাবুল সুপ্রিয়র, অস্বস্তি দলের অন্দরে

Babul Supriyo: বিজেপির ‘‌রবীন্দ্রসন্ধ্যা’‌ নিয়ে বিস্ফোরক টুইট বাবুল সুপ্রিয়র, অস্বস্তি দলের অন্দরে

বাবুল সুপ্রিয়। (ফাইল ছবি) (PTI)

দুদিনের সফরে রাজ্যে আসছেন অমিত শাহ। মে মাসের ৮ এবং ৯ তারিখ তিনি বাংলায় থাকবেন। মুর্শিদাবাদে তাঁর একটি সভা করার কথা আছে। তারপর তিনি এই রবীন্দ্রসন্ধ্যায় যোগ দেবেন ২৫ বৈশাখে। কিন্তু তার আগে যেভাবে বাবুল সুপ্রিয় বোমা ফাটিয়ে দিলেন তাতে ‘‌খোলা হাওয়া’‌ দমবন্ধ হয়ে উঠেছে বিজেপির কাছে বলে মনে করা হচ্ছে।

আগামী ৯ মে রবীন্দ্রজয়ন্তী। আর এই দিনটিকে সামনে রেখে বাংলার মানুষের আবেগ এবং ভালবাসাকে ছুঁতে চায় বিজেপি। নেপথ্য কারণ ভোটব্যাঙ্কের রাজনীতি। তাই এই দিনে জাঁকজমকের সঙ্গে আয়োজন করা হচ্ছে বিজেপির রবীন্দ্রসন্ধ্যা। যেখানে উপস্থিত থাকবেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৫ বৈশাখ সন্ধ্যায় কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে তা হবে। গোটা পরিকল্পনা ছকে ফেলা হয়েছে। আর তারপরই বোমা ফাটিয়ে দিলেন একদা বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অধুনা তৃণমূল কংগ্রেসের মন্ত্রী বাবুল সুপ্রিয়। যা নিয়ে রাজ্য–রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

কেমন বোমা ফাটল বঙ্গভূমিতে?‌ বিজেপির পক্ষ থেকে কয়েকটি সংবাদমাধ্যমকে জানানো হয়েছিল, এই রবীন্দ্রসন্ধ্যা পালন করা হবে ‘খোলা হাওয়া’ নামের একটি সংগঠনের ব্যানারে। যা তৈরি করেছেন বিজেপির প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। এমনই খবর ছড়িয়ে পড়েছিল। আর সেটা জানতে পেরেই টুইট করেছেন বাবুল সুপ্রিয়। সেই টুইটেই তিনি বোমা ফাটিয়েছেন। বাবুল সুপ্রিয় দাবি করেছেন, যে সংগঠন রবীন্দ্রসন্ধ্যার আয়োজন করছে, সেই ‘খোলা হাওয়া’ তৈরি করা থেকে শুরু করে নামকরণ সবই তাঁর ভাবনা এবং উদ্যোগের ফসল। সুতরাং স্বপন দাশগুপ্ত নিজের নাম কেনার যে চেষ্টা করছিলেন তাতে জল ঢেলে দিলেন বাবুল।

ঠিক কী লিখেছেন টুইটে?‌ বাবুল সুপ্রিয়র বিস্ফোরক টুইটের পর এখন এটাই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। আজ, সোমবার বাবুল সুপ্রিয় টুইটে লিখেছেন, ‘খোলা হাওয়া সংগঠনটি আমি ও স্বপন দাশগুপ্তদা মিলে তৈরি করেছিলাম। ‘খোলা হাওয়া’ নামকরণ, লোগো এবং লেটারহেড আমিই বানিয়েছিলাম আমার নিজের আর্টিস্ট অভিজিৎকে দিয়ে। অঞ্জনা মিত্র, শঙ্কু পান্ডা সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। কত অবদান রেখে গিয়েছি বিজেপিতে।’ এই টুইটে একাধিক হাসির ইমোজিও ব্যবহার করেছেন গায়ক–মন্ত্রী বাবুল। সুতরাং একার কৃতিত্ব নিতে গিয়ে এখন বেশ বেকায়দায় পড়ে গিয়েছেন স্বপন দাশগুপ্ত।

আর কী জানা যাচ্ছে?‌ দুদিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মে মাসের ৮ এবং ৯ তারিখ তিনি বাংলায় থাকবেন। মুর্শিদাবাদে তাঁর একটি সভা করার কথা আছে। তারপর তিনি এই রবীন্দ্রসন্ধ্যায় যোগ দেবেন ২৫ বৈশাখে। কিন্তু তার আগে যেভাবে বাবুল সুপ্রিয় বোমা ফাটিয়ে দিলেন তাতে ‘‌খোলা হাওয়া’‌ দমবন্ধ হয়ে উঠেছে বিজেপির কাছে বলে মনে করা হচ্ছে। বিজেপিতে বাবুল সুপ্রিয় থাকাকালীন বাংলা সংস্কৃতির সঙ্গে যুক্ত দলের যাবতীয় কাজে তাঁকে ডাকতে হতো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা ভাষণ এবং বাংলায় প্রচারের কৌশলে তিনি অগ্রণী ভূমিকা পালন করতেন। তাই ‘খোলা হাওয়া’র ব্যানারে আয়োজিত রবীন্দ্রসন্ধ্যা নিয়ে বিজেপিতে নিজের ‘অবদানের’ কথা স্মরণ করিয়ে দিলেন বাবুল। এখন দেখার বিজেপি প্রতিক্রিয়া কি দেয়।

বন্ধ করুন