বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > রাস্তায় নেমে রেশন দোকানে হানা দিলেন খাদ্য প্রতিমন্ত্রী, শহরে পাকড়াও জালিয়াতি

রাস্তায় নেমে রেশন দোকানে হানা দিলেন খাদ্য প্রতিমন্ত্রী, শহরে পাকড়াও জালিয়াতি

খাদ্য দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। ছবি সৌজন্য–এএনআই।

আর নেমেই হানা দিলেন জোড়াসাঁকো এলাকায়। সেখানের দুটি রেশন ডিলারের দোকানে হানা দেন তিনি।

শুক্রবার থেকে শুরু হচ্ছে দুয়ারে রেশন পরিষেবা। আর তার আগেই শহরের রাস্তায় নামলেন স্বয়ং খাদ্য দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। আর নেমেই হানা দিলেন জোড়াসাঁকো এলাকায়। সেখানের দুটি রেশন ডিলারের দোকানে হানা দেন তিনি। প্রথম দোকানটি হল— ৪/সি রামতনু বোস লেনের রতন কুমার গুপ্তার রেশন দোকান। সেখানে গিয়ে চালান পত্র খতিয়ে দেখেন। দোকানের ভেতরে কিছু খাদ্য শস্য পড়ে থাকাতে তিনি বেশ ক্ষুব্ধ হন। সতর্ক করেন রেশন ডিলারকে।

এখানেই শেষ নয়, তিনি পায়ে হেঁটে যান ৬৩/এ তারক প্রামানিক রোডে। এখানে দ্বিতীয় রেশন দোকানটি হল— রেশন ডিলার সাধন পালের। সেখানে গিয়ে মজুতের হিসাব মেলাতেই, কপালে চোখ উঠে যায় মন্ত্রী ও খাদ্য দফতরের আধিকারিকদের। স্টক মেলাতেই দেখা যায় সেখানে ২৭৭ বস্তা চাল গম থাকার কথা। সেখানে পড়ে রয়েছে ১২০ বস্তা চাল এবং ১৫৭ বস্তা গম!‌

তখন প্রশ্ন করা হয়, বাকি খাদ্যশস্য কোথায়? দোকানের ম্যানেজার জানান, এমআর ডিস্ট্রিবিউটর অনলাইন চালান করে দিয়েছেন। কিন্তু মাল পাঠায়নি। তখন জ্যোৎস্না মান্ডি বলেন, এমআর ডিস্ট্রিবিউটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কলকাতায় রেশনে আবার ঘুঘুর বাসা বেঁধেছে? এলাকার মানুষজন তখন অভিযোগ জানান, রেশনের মাল থাকলেও অনেককে দিতে চাননা রেশন ডিলাররা। এই রেশন ডিলাররা, মাল কিছুটা কিনে, এম আর ডিস্ট্রিবিউটরদের কাছে বিক্রি করে দেন। ওই ডিস্ট্রিবিউটররা অবৈধভাবে কালোবাজারিদের কাছে বিক্রি করে দেয় রেশনের জিনিস। তারপর মন্ত্রী জ্যোৎস্না মান্ডি কাগজপত্রে সই করিয়ে চাল, গমের মজুত বস্তা মিলিয়ে বেরিয়ে যান এবং বলেন তদন্ত চলবে।

এরপর মন্ত্রী তারক প্রামানিক রোডের মানুষজনের সঙ্গে কথা বলেন। রেশন দোকান থেকে আরম্ভ করে খাদ্য সামগ্রী সবাই পাচ্চেন কিনা তার খোঁজ নেন। রেশনে খাদ্য সামগ্রী না দেওয়া। নিম্ন মানের খাদ্য সামগ্রী দেওয়ার বিষয়গুলি নিয়ে কথা বলেন। মন্ত্রী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে বলেন, ‘‌মমতা বন্দোপাধ্যায় আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব।’‌

বাংলার মুখ খবর

Latest News

‘‌আমি দশ বছর ধরে লড়াই করছি’‌, বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি নিয়ে দাবি মমতার আগামিকাল কেমন কাটবে? ভাগ্যের আকাশ উজ্জ্বল থাকবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল ‘রক্তের ফোয়ারা দেখলাম...’ নিজের দুর্ঘটনা ঠিক কেমন ছিল? কী বললেন গোবিন্দা স্বয়ং? হুমকি চিঠি পেয়ে দুর্গাপুজো বাতিল করছেন বাংলাদেশি হিন্দুরা, ভারতের বার্তা... পুজো উদ্বোধনে গিয়ে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী, দর্শক সুদীপার ছেলে,কী বলছে নেটপাড়া? অনিয়মিত তো বটেই, নিয়মিত পিরিয়ড হলেও হতে পারে PCOD, কী করবেন তাহলে দুর্গাপুজোর প্রাক্কালে পাতালপথে বিভ্রাট, দমদম থেকে দক্ষিণেশ্বরে বন্ধ মেট্রো এক দশক পর 'ডেভিল' হয়ে ফিরছেন সলমন! কিক ২-এর কাজ শুরু করলেন ভাইজান শনির নক্ষত্র পরিবর্তনে শশ রাজযোগ, এবার দীপাবলিতে এই ৫ রাশি হবে লক্ষ্মীর কৃপাধন্য দুধে মেশান এই ৬ জিনিস, উপকার পাবেন দ্বিগুণ!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.