দিল্লিতে কংগ্রেস ভোট কেটেছে। আর তাই আম আদমি পার্টি জিততে পারেনি। ফলে এখন দিল্লির মসনদে বসেছে বিজেপি। সুতরাং ইন্ডিয়া জোট অটুট থেকে লড়াই করলে রাজধানীর বুকে কেজরির কুর্সি হাতছাড়া হতো না। বিজেপি নেতাদের এখন প্রধান লক্ষ্য বাংলা। আর সেখানে কংগ্রেস–সহ কোনও দলের সমর্থন তৃণমূল কংগ্রেসের প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দিলেন রাজ্যের শিশু ও নারীকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে একক শক্তিতে লড়াই করে দুই তৃতীয়াংশ ভোটে জিতে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস বলে একদিন আগেই জানিয়ে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আর আজ, মঙ্গলবার বিধানসভার বাইরে একই কথা বললেন শশী পাঁজাও। পাশাপাশি রাজ্যের সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার নিয়মে বদল আনল রাজ্য সরকার। এবার থেকে আইসিডিএস কেন্দ্রে এলপিজি সিলিন্ডারে রান্না করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বরাদ্দ করেছে ২৮১ কোটি টাকা। কদিন আগে দক্ষিণ দিনাজপুরে কয়লার উনুনে রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় একজন অঙ্গনওয়াড়ি কর্মীর। আর ওই ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ, মঙ্গলবার সে কথা জানান মন্ত্রী শশী পাঁজা। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়ে ছিল।
আরও পড়ুন: জেলে থাকা সময়ের বিধায়ক ভাতা কি মিলবে? স্পিকারের সিদ্ধান্তে ভাগ্যে তুমুল জট
এদিকে রাজ্যে এখন ৮১ হাজার ৩২১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। সব কেন্দ্রেই এখন থেকে এলপিজি সিলিন্ডারে রান্না হবে। শশী পাঁজা জানান, এখন ৩৭ কোটি ৮১ লক্ষ ৪২ হাজার ৬৫০ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রত্যেক কেন্দ্রের জন্য বরাদ্দ করা হয়েছে ৪৬৫০ টাকা। ওভেন, সিলিন্ডার, লাইটার সবই রাজ্য সরকার দেবে। এমনকী গ্যাস সিলিন্ডার রিফিলও করবে রাজ্য সরকার। একইসঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির অগ্নিসুরক্ষারও নজর দেওয়া হয়েছে। যার জন্য এই চলতি অর্থবর্ষে ২৮১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই বিষয়ে বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘দক্ষিণ দিনাজপুরে ৭ ফেব্রুয়ারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করতে গিয়ে কর্মীর মৃত্যুতে আমরা শোকাহত। আগে কোনওদিন অঙ্গনওয়াড়ি কর্মীর এভাবে মৃত্যু হয়নি। তার পরিবারের পাশে আমরা আছি। তার পরিবারকে দু’লক্ষ টাকা দেওয়া হবে।’
অন্যদিকে ওই অঙ্গনওয়াড়ি কর্মীর শাড়িতে আগুন লেগে মৃত্যু হয়। যা নিয়ে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছিল। তাছাড়া কয়লার উনুনে দূষণ হয়। সেক্ষেত্রে গ্যাসে রান্না করা অনেক নিরাপদের এবং দূষণ হয় না। এই বিষয়ে মন্ত্রী শশী পাঁজার কথায়, ‘এবার থেকে সব কেন্দ্রেই এলপিজি সিলিন্ডারে রান্না হবে। যার সমস্ত ব্যয়ভার বহন করবে রাজ্য সরকার। ওবিসি বিষয়ক মামলার জেরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী নিয়োগ বন্ধ রয়েছে। ওই ঘটনার সময় মহিলা একাই ছিলেন। সব কাজ একাই করছিলেন। আমরা শোকাহত।’