বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘‌আমি তো সাধারণ মানুষ, আমি বাসের যাত্রী’‌, বাসে চড়ে জনসংযোগ মদনের

‘‌আমি তো সাধারণ মানুষ, আমি বাসের যাত্রী’‌, বাসে চড়ে জনসংযোগ মদনের

মদন মিত্র, ফাইল ছবি (PTI)

এখন তিনি যাত্রী স্বাচ্ছন্দ্য দিতেই বাসে বাসে ঘুরে বেড়াচ্ছেন। আগামীদিনেও তিনি এভাবেই ঘুরে বেড়াবেন এবং মানুষের সমস্যার কথা শুনবেন বলে পরিকল্পনা করেছেন মদন মিত্র।

আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন। এই নির্বাচনে তিনি প্রার্থী নন। তবু তিনি আছেন প্রচারে। সোশ্যাল মিডিয়াতেও তিনি সক্রিয়। সম্প্রতি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পেয়েছেন বলে দাবি করেছেন। একুশের নির্বাচনেও তাঁকে গোলাপ হাতে বাসযাত্রীদের বিতরণ করতে দেখা যেত। এবার তিনি বাসেই উঠে পড়লেন। তিনি রাজ্যের পরিবহণ নিগমের চেয়ারম্যান মদন মিত্র। বুধবার রাস্তায় নেমে পড়লেন কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। উঠে পড়লেন বাসে। তারপর তিনি বলেন, ‘‌আমি তো সাধারণ মানুষ। আমি বাসের যাত্রী। মাঝে মাঝে গাড়ি পাই, তখন তাতে চড়ি।’‌

এখন তিনি যাত্রী স্বাচ্ছন্দ্য দিতেই বাসে বাসে ঘুরে বেড়াচ্ছেন। আগামীদিনেও তিনি এভাবেই ঘুরে বেড়াবেন এবং মানুষের সমস্যার কথা শুনবেন বলে পরিকল্পনা করেছেন মদন মিত্র। আজ বাসে চেপে সরকারি বাসের পরিষেবা নিয়ে মানুষের প্রতিক্রিয়া শুনলেন তিনি। যাত্রীদের অভাব–অভিযোগও শুনেছেন। তারপর মদন মিত্র বলেন, ‘‌আমাকে অনেকেই জানিয়েছেন সরকারি বাসের সংখ্যা আরও বাড়ালে ভাল হয়। অনেকগুলি রুটের কথাও উঠে এসেছে। বিষয়টি দেখা হচ্ছে।’‌

এখন জ্বালানির দাম বেড়েছে আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে কী সরকার ভাড়া বাড়ানোর চিন্তাভাবনা করছে? মদন মিত্র সপাটে জবাব দিয়ে বলেন, ‘‌ভাড়া বাড়ানো হচ্ছে না। ভাড়া বাড়ানো নিয়ে বেসরকারি বাস সংগঠনের সঙ্গে আলোচনা করব। তবে মানুষ সরকারি বাসেই চড়তে চাইছেন। যাত্রীরা সরকারি পরিবহণের পরিষেবা নিয়ে অখুশি নয়।’‌

এখন অবশ্য পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনিও বাস ভাড়া বাড়ানোর পক্ষপাতী নন। বাস এবং ট্রাম পরিষেবাকে গণপরিবহণের পাশাপাশি বিনোদনের কাজেও কীভাবে লাগানো যায় সেটা নিয়ে চিন্তাভাবনা করা হবে বলে জানিয়েছেন মদন মিত্র। তবে আগের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ তুলে মদন অভিযোগ করেন, শুভেন্দু পরিবহণের বিপুল ক্ষতি করেছেন। পরিবহণ ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন।

বন্ধ করুন